এটি আমাদের ক্রিকেটের জন্য বড় ধাক্কা : টেইলর

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:১৭ পিএম, ১৯ এপ্রিল ২০২০
এটি আমাদের ক্রিকেটের জন্য বড় ধাক্কা : টেইলর

ফাইল ছবি

প্রাণঘাতি করোনাভাইরাসের তোপে বড় ক্ষতি সম্মুখীন হতে যাচ্ছে জিম্বাবুয়ে ক্রিকেট এমন মন্তব্য করেছেন দেশটির সাবেক অধিনায়ক ব্রেন্ডন টেইলর।

জিম্বাবুয়ের সাপ্তাহিক পত্রিকা দ্য স্ট্যান্ডার্ডকে তিনি বলেন, ‘আমাদের ক্রিকেটের জন্য এই পরিস্থিতি বড় ধাক্কা। এখান থেকে ঘুরে দাঁড়ানো সহজ হবে না। আমাদের অনেক বেশি ম্যাচ খেলা দরকার। কারণ আমাদের খেলার পরিমান খুবই কম। তাই ক্রিকেট খেলার জন্য মুখিয়ে থাকি। খেলোয়াড়রা তাদের ফিটনেস নিয়ে চিন্তায় পড়ে গেছে। তাই সবদিক দিয়েই আমরা সমস্যা পড়ে গেছি।’

এমনিতেই খুব বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পায় না জিম্বাবুয়ে। আর্থিক সমস্যার কারণে বিভিন্ন দেশের কাছ থেকে সহায়তাও পায় তারা। তারপরও ২০২০ সাল নিয়ে বড় স্বপ্ন দেখছিল জিম্বাবুয়ে ক্রিকেট। কারণ এ বছর তাদের বেশ কয়েকটি দ্বিপাক্ষীক সিরিজ ছিল।

ইতোমধ্যে দেশের মাটিতে শ্রীলংকার বিপক্ষে ও বিদেশের মাটিতে বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলেছে জিম্বাবুয়ে। এ মাসে আয়ারল্যান্ড সফর ছিল জিম্বাবুয়ের। পরবর্তীতে আফগানিস্তান, অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ ছিল তাদের। কিন্তু এখন সবই অনিশ্চিত।

সিরিজগুলো না হলে জিম্বাবুয়ে আর্থিকভাবে বড় ক্ষতির মুখে পড়বে বলে জানান টেইলর, ‘এটি বলার অপেক্ষা রাখে না। সিরিজগুলো না হলে জিম্বাবুয়ে ক্রিকেট বড় ক্ষতির মুখে পড়বে। এ বছর আমাদের আন্তর্জাতিক ক্রিকেটে বেশ কয়েকটি সিরিজ ছিল। কিন্তু সেগুলো হবে কি-না, সেটির নিশ্চয়তা নেই। পরিস্থিতি খুবই খারাপের দিকেই যাচ্ছে।’


শেয়ার করুন :


আরও পড়ুন

জুয়াড়িদের নিয়ে ক্রিকেটারদের সতর্কবার্তা দিল আইসিসি

জুয়াড়িদের নিয়ে ক্রিকেটারদের সতর্কবার্তা দিল আইসিসি

নিলামে ব্যাট বিক্রি করছেন মুশফিক

নিলামে ব্যাট বিক্রি করছেন মুশফিক

অন্যের ব্যাট দিয়ে ছক্কা মেরে মিয়াঁদাদের এশিয়া কাপ জয়

অন্যের ব্যাট দিয়ে ছক্কা মেরে মিয়াঁদাদের এশিয়া কাপ জয়

গাঙ্গুলির প্রশংসার অর্থ পরে বুঝেছিলেন ম্যাককালাম

গাঙ্গুলির প্রশংসার অর্থ পরে বুঝেছিলেন ম্যাককালাম