বাড়তে পারে শশাঙ্ক মনোহরের মেয়াদ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৫৫ পিএম, ২৪ এপ্রিল ২০২০
বাড়তে পারে শশাঙ্ক মনোহরের মেয়াদ

ফাইল ছবি

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান হিসেবে ভারতের শশাঙ্ক মনোহরের বর্তমান মেয়াদ শেষ হচ্ছে জুনে। তবে বিশ্বব্যাপী প্রাণঘাতি করোনাভাইরাসের মহামারিতে তার মেয়াদ বেড়ে যেতে পারে।

বিশ্বব্যাপী কোভিড-১৯ মহামারির কারণে আইসিসির বোর্ড মিটিং স্থগিত রাখা হয়েছে। মনোহরের পর এ পদে বসার সব থেকে বেশি সম্ভাবনা রয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) চেয়ারম্যান কোলিন গ্রেভসের। তবে জানা যাচ্ছে, মনোহর এ পরিস্থিতিতে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

আইসিসির এক বোর্ড সদস্য বার্তা সংস্থা পিটিআইকে জানিয়েছেন, ‘এটা নিশ্চিত মনোহরকে যেতে হবে। কিন্তু হয়তো আরও দুই মাস থেকে যাবেন। কারণ, জুনে বোর্ডের বার্ষিক সভা হওয়া নিয়ে সংশয় রয়েছে। বিশ্ব জুড়ে এমন পরিস্থিতিতে হয়তো আগস্টে নতুন চেয়ারম্যান পেয়ে যাবে আইসিসি।’

বিসিসিআই-এর এক সিনিয়র কর্মকর্তা বলেছেন, ‘যতক্ষণ না মনোহর আনুষ্ঠানিকভাবে সরে যাবে ততক্ষণ আমি কিছু বিশ্বাস করি না। দেখলে বিশ্বাস করব। তার এখনও চুক্তি রয়েছে। যদি শেষ মুহূর্তে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয় তবে গল্পটা ভিন্ন হবে।’

শশাঙ্ক মনোহরের পরবর্তী চেয়ারম্যান হিসেবে প্রথমে হংকংয়ের ইমরান খোয়াজার নাম আলোচনায় ছিল। তবে এটা ঠিক তার পক্ষে পূর্ণ সদস্যদের সমর্থন পাওয়া সম্ভব নয়।

ইসিবি চেয়ারম্যান গ্রেভসের নভেম্বর ২০২০-তে তার দেশের বোর্ডের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর কথা, আর সে কারণেই তাকে আইসিসির চেয়ারম্যান পদের মূল দাবিদার ধরা হচ্ছে। তার সবচেয়ে ভরসা হচ্ছে তিনি সব টেস্ট খেলিয়ে দেশের সমর্থন পাবেন।

বোর্ডের এক সদস্য বলেছেন, ‘ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজ গ্রেভসকে সমর্থন করবে। বিসিসিআই-এর সঙ্গেও তার সম্পর্ক ভালো।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

আইপিএলের জন্য এশিয়া কাপ পেছাতে নারাজ পিসিবি

আইপিএলের জন্য এশিয়া কাপ পেছাতে নারাজ পিসিবি

সব কিছু আর আগের মতো থাকবে না : ডোমিঙ্গো

সব কিছু আর আগের মতো থাকবে না : ডোমিঙ্গো

নির্ধারিত সময়েই বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা

নির্ধারিত সময়েই বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা

দেশে করোনার প্রভাব সম্পর্কে আইসিসিকে জানিয়েছে বিসিবি

দেশে করোনার প্রভাব সম্পর্কে আইসিসিকে জানিয়েছে বিসিবি