অশ্বিনের বাদ পড়ায় অবাক হয়েছিলেন সাকলাইন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:২৫ পিএম, ২৮ এপ্রিল ২০২০
অশ্বিনের বাদ পড়ায় অবাক হয়েছিলেন সাকলাইন

ভারতের হয়ে সর্বশেষ ২০১৭ সালে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন স্পিনার রবীচন্দ্রন অশ্বিন। তবে ভারতের হয়ে নিয়মিত টেস্ট খেলে যাচ্ছেন তিনি। কিন্তু এই ব্যাপারটি পছন্দ হচ্ছে না পাকিস্তানের সাবেক অফ-স্পিনার সাকলাইন মুস্তাকের। টেস্টের মত ওয়ানডেতেও ভারতীয় দলে অশ্বিনকে দেখতে চান সাকলাইন।

ইউটিউবে এক অনুষ্ঠানে সাকলাইন বলেন, ‘অশ্বিন বিশ্বমানের স্পিনার। তার ঝুঁলিতে সাড়ে ৫শ’র বেশি উইকেট আছে। সে অভিজ্ঞ ও দুর্দান্ত এক স্পিনার। কিন্তু এখন শুধু ভারতের হয়ে টেস্টই খেলছে। তাকে ওয়ানডে দলেও নেয়া উচিত।’

ওয়ানডে থেকে অশ্বিনের বাদ পড়ায় অবাক হয়েছিলেন সাকলাইন। তিনি বলেন, ‘ওয়ানডে থেকে অশ্বিনের বাদ পড়ায় অবাকই হয়েছিলাম। টেস্ট ম্যাচে প্রতিপক্ষের ব্যাটসম্যানকে আউট করতে দরকার এক পরিকল্পনা। আবার ওয়ানডেতে অন্য ধরনের পরিকল্পনা। দু’টোই জানে অশ্বিন। ওয়ানডেতেও সে ভালো পারফর্ম করতে পারে, সেটি সে দেখিয়েছেও। তারপরও তাকে কেন বাদ দেয়া হলো, বুঝতে পারছি না।’

টি-টোয়েন্টি না হলেও, ওয়ানডের জন্য অশ্বিনকে দলে ফেরানো যেতে পারে বলে মনে করেন সাকলাইন। তিনি বলেন, ‘আমি মনে করি, অশ্বিন ওয়ানডেতেও ভালো করবে। তাকে ওয়ানডে দলে নিতে পারে ভারত।’

ভারতের হয়ে ৭১ টেস্টে ৩৬৫, ১১১ ওয়ানডেতে ১৫০ ও ৪৬ টি-২০ ম্যাচে ৫২ উইকেট শিকার করেছেন ৩৩ বছর বয়সী অশ্বিন।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ] 



শেয়ার করুন :


আরও পড়ুন

তিন বছরের জন্য নিষিদ্ধ উমর আকমল

তিন বছরের জন্য নিষিদ্ধ উমর আকমল

কোহলির চেয়ে পূজারাকে আউট করা কঠিন : কামিন্স

কোহলির চেয়ে পূজারাকে আউট করা কঠিন : কামিন্স

নিষিদ্ধ আকমলকে রমিজ রাজার তিরস্কার

নিষিদ্ধ আকমলকে রমিজ রাজার তিরস্কার

কিংবদন্তিদের অনলাইন ক্লাসে পাকিস্তানের ক্রিকেটাররা

কিংবদন্তিদের অনলাইন ক্লাসে পাকিস্তানের ক্রিকেটাররা