জিম্বাবুয়ের ক্রিকেট মৌসুম বাতিল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:০৩ পিএম, ০৫ মে ২০২০
জিম্বাবুয়ের ক্রিকেট মৌসুম বাতিল

ফাইল ছবি

প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে নিজ দেশের চলমান ক্রিকেট মৌসুম বাতিল ঘোষণা করলো জিম্বাবুয়ে ক্রিকেট(জেডসি)। বিষয়টি নিশ্চিত করেছেন জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের পরিচালক হ্যামিল্টন মাসাকাদজা।

এক বিবৃতিতে মাসাকাদজা বলেন, ‘করোনাভাইরাসের কারণে এই মৌসুম বাতিল করা হলো। দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় আমাদের মনে হয়েছে, খুব শীঘ্রই এখানে ক্রিকেট শুরুর কোন সম্ভবনা নেই। তাই ২০১৯-২০ মৌসুম বাতিল করে দেয়া হলো। বোর্ডের সকল সদস্যের সমন্বয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘তবে কোন টুর্নামেন্টে কোন দলকে বিজয়ী ঘোষণা করা হলো না। যেহেতু পুরো মৌসুম শেষ করা যাচ্ছে না, সেহেতু কোন দলকে বিজয়ী ঘোষণা করা যাচ্ছে না।’

২০১৯-২০ সালের ক্রিকেট মৌসুমে প্রথম শ্রেণির, লিস্ট ‘এ’, প্রো৫০ চ্যাম্পিয়নশিপ আসর বাতিল হলো। মার্চের মাঝামাঝি থেকে বন্ধ জিম্বাবুয়ের সবধরনের ক্রিকেট। তবে ৩০ মার্চ থেকে লকডাউন করা হয় পুরো জিম্বাবুয়ে। এখনও সেখানে লকডাউন চলছে। যা চলবে, ১৮ মে পর্যন্ত। পরবর্তীতে আবারও লকডাউন বাড়ানো হবে বলে জানিয়েছে জিম্বাবুয়ের সরকার।

ঘরোয়া আসরের আগে মার্চ-এপ্রিলে দেশের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে এক টেস্ট ও পাঁচ টি-টোয়েন্টি সিরিজও স্থগিত করে জিম্বাবুয়ে। হুমকির মুখে আছে আগামী জুনে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের এবং সেপ্টেম্বর ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজও।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

সারা জীবন সবকিছু ধরে রাখা সম্ভব নয় : ডু প্লেসিস

সারা জীবন সবকিছু ধরে রাখা সম্ভব নয় : ডু প্লেসিস

হেলসের জন্য ফিরে আসার দরজা খোলা : মরগান

হেলসের জন্য ফিরে আসার দরজা খোলা : মরগান

দ্য হান্ড্রেড স্থগিতের পর বাতিল হলো খেলোয়াড়দের চুক্তি

দ্য হান্ড্রেড স্থগিতের পর বাতিল হলো খেলোয়াড়দের চুক্তি

ভারতের বোলিং মাস্টার হতে চান শোয়েব আখতার

ভারতের বোলিং মাস্টার হতে চান শোয়েব আখতার