আবাহনীর হয়ে খেলতে আসার গল্প শোনালেন ওয়াসিম আকরাম

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:২৩ এএম, ২০ মে ২০২০
আবাহনীর হয়ে খেলতে আসার গল্প শোনালেন ওয়াসিম আকরাম

১৯৯০ দশকে আবাহনীর হয়ে খেলতে এসেছিলেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম। ১৯৯৫ আসরে ওয়াসিমকে দলে ভিড়িয়ে রীতিমতো চমক দিয়েছিল আবাহনী। তবে কেবল মাত্র চারটি ম্যাচ খেলেছিলেন তিনি।

বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের নিয়মিত ফেইসবুক লাইভ আড্ডায় মঙ্গলবার (১৯ মে) অতিথি
হিসেবে ছিলেন আকরাম খান, মিনহাজুল আবেদীন ও খালেদ মাসুদ। এক পর্যায়ে যোগ দেন ওয়াসিম আকরাম। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের ১৯৯৫ আসরে চারটি ম্যাচ খেলা বাঁহাতি এই পেসার জানান, ওই টুর্নামেন্টে খেলতে আসার পেছনের গল্প।

‘প্রথমত, আমি বাংলাদেশে ক্রিকেট নিয়ে আগ্রহটা দেখতে চেয়েছিলাম। আমার মনে পড়ে, আমার ভালো বন্ধু কামাল ভাই (আহম মুস্তফা কামাল) হুট করে আমাকে খেলতে আসার জন্য আমন্ত্রণ জানান। আমি বলেছিলাম, আমার সময় নেই।’

‘তিনি বলেছিলেন, ‘তোমার অবশ্যই আসা উচিত, আবাহনী-মোহামেডান ম্যাচে খেলা উচিত।’ আমার কোনো ধারণাই ছিল না, ব্যাপারটা কেমন হতে পারে। ক্রিকেট, ফুটবল, হকিতে তোমাদের যেমন ক্লাব আছে, পাকিস্তানে তেমন কোনো ক্লাব নেই।’

আকরাম মনে করিয়ে দেন প্রথম ম্যাচ ছিল ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে। বর্তমান বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সেদিন ছিল দর্শকে পূর্ণ। আগে থেকে এমন কিছুর আভাস পাওয়ার পরও চমকে গিয়েছিলেন ওয়াসিম।
‘মানুষে পূর্ণ ছিল স্টেডিয়াম! ক্রিকেট নিয়ে এতো আগ্রহ দেখে বিস্মিত ছিলাম। বাংলাদেশে ক্লাব ক্রিকেট খেলে, এমন ক্রিকেটারদের কাছ থেকে আগে শুনেছিলাম, মাঠ দর্শকপূর্ণ থাকে, এখানে সবাই খেলাটা ভালোবাসে। তবে আমি ভাবতে পারিনি, বাংলাদেশে ক্রিকেট এতো বড় ব্যাপার।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ওয়ার্নের অভিযোগ উড়িয়ে দিলেন ওয়াহ

ওয়ার্নের অভিযোগ উড়িয়ে দিলেন ওয়াহ

টেন্ডুলকারের দাঁড়িয়ে সুবিধা, আমার নড়াচড়ায় : কোহলি

টেন্ডুলকারের দাঁড়িয়ে সুবিধা, আমার নড়াচড়ায় : কোহলি

আম্পায়ার বাছাইয়ে সুযোগ বাড়ছে আয়োজক দেশের

আম্পায়ার বাছাইয়ে সুযোগ বাড়ছে আয়োজক দেশের

ভারতের ক্রিকেটকে বদলে দিয়েছেন সৌরভ : নাসের হুসেন

ভারতের ক্রিকেটকে বদলে দিয়েছেন সৌরভ : নাসের হুসেন