ক্রিকেট বলে জীবাণুনাশকের ব্যবহার চায় অস্ট্রেলিয়া

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৩৬ পিএম, ২০ মে ২০২০
ক্রিকেট বলে জীবাণুনাশকের ব্যবহার চায় অস্ট্রেলিয়া

করোনার পরিবর্তী সময়ে ক্রিকেট শুরুর পর বলে লালা ব্যবহারে নিষেধাজ্ঞার জন্য ইতোমধ্যে সুপারিশ করেছে আইসিসির ক্রিকেট কমিটি। এবার বলে জীবাণুনাশক ব্যবহারের প্রস্তাব তুলেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

ক্রিকেট অস্ট্রেলিয়ার সায়েন্স অ্যান্ড স্পোর্টস মেডিসিন বিভাগের প্রধান অ্যালেক্স কাউন্টুরিস জানিয়েছেন, বলে জীবাণুনাশক ব্যবহার করা পরম বিবেচ্য বিষয়। তবে আমরা এখনও জানি না বলে জীবাণুনাশক ব্যবহার করলে এটির স্থায়িত্ব কেমন হবে।

তিনি বলেন, আমরা এখনও জানি না বলের প্রভাব কেমন হবে কারণ এখনও পরীক্ষা করা হয়নি। আমাদেরকে অবশ্যই আগে পরীক্ষা করতে হবে, আইসিসির সাথে কথা বলতে হবে, অনুমতি নিতে হবে, অনেক কিছুই বাকি। এটি কার্যকর হবে কি না তা জানি না। তবে বলটি চামড়ার হওয়ায় এটি নির্বীজন করা কঠিন।

তিনি আরও বলেন, আমরা জানি না যে এটি কতটা কার্যকর হতে যাচ্ছে, বলটি কীভাবে ভাইরাসে সংক্রমিত হচ্ছে আর এটিও জানি না যে এটির অনুমতি দেওয়া হবে কি-না। তবে এই মূহুর্তে এটি একটি বিবেচ্য বিষয় তাই সবকিছুই বিবেচনা করা হচ্ছে।

এছাড়া সোমবার (১৮ মে) ভিডিও কনফারেন্সের মাধ্যমে আইসিসির ক্রিকেট কমিটির এক সভা অনুষ্ঠিত। ভারতের সাবেক স্পিনার অনিল কুম্বলের নেতৃত্বে সভায় বলের উজ্জ্বলতা বৃদ্ধির জন্য লালা/থুতু ব্যবহারে নিষেধাজ্ঞার জন্য সুপারিশ করা হয়।

স্বাস্থ্য বিধি অনুযায়ী ঘাম ব্যবহারে ঝুঁকি না থাকায় ঘাম ব্যবহার নিয়ে কোন কথা বলেনি তারা। জুনের শুরুতে এই দুই সুপারিশের অনুমতির জন্য আইসিসির নির্বাহী কমিটির কাছে বার্তা পাঠাবে তারা।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

নিষেধাজ্ঞা কমাতে আকমলের আপিল

নিষেধাজ্ঞা কমাতে আকমলের আপিল

আবাহনীর হয়ে খেলতে আসার গল্প শোনালেন ওয়াসিম আকরাম

আবাহনীর হয়ে খেলতে আসার গল্প শোনালেন ওয়াসিম আকরাম

ওয়ার্নের অভিযোগ উড়িয়ে দিলেন ওয়াহ

ওয়ার্নের অভিযোগ উড়িয়ে দিলেন ওয়াহ

টেন্ডুলকারের দাঁড়িয়ে সুবিধা, আমার নড়াচড়ায় : কোহলি

টেন্ডুলকারের দাঁড়িয়ে সুবিধা, আমার নড়াচড়ায় : কোহলি