স্বল্প পরিসরে খুলতে পারে বিসিবি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৫২ এএম, ২৯ মে ২০২০
স্বল্প পরিসরে খুলতে পারে বিসিবি

প্রাণঘাতি করোনাভাইরাস পরিস্থিতিতে সরকার ঘোষিত সাধারণ ছুটি আর বাড়ছে না। সরকারের ঘোষণা অনুযায়ী ৩১ মে (রোববার) থেকে স্বাস্থ্যবিধি মেনেস সরকারি-বেসরকারি অফিস সীমিত পরিসরে চালু রাখা যাবে। সরকারের এমন নির্দেশনার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) সীমিত পরিসরে খোলা রাখা যায় কি-না তা নিয়ে আলোচনা চলছে।

বৃহস্পতিবার (২৮ মে) সরকারের এমন নির্দেশনার পর বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান মোহাম্মদ জালাল ইউনুস সংবাদ মাধ্যমে এমন তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সীমিত পরিসরে বিসিবি খুলে দেওয়া যায় কি-না -তা নিয়ে আমাদের মধ্যে আলোচনা হচ্ছে। তবে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

জালাল ইউনুস আরও বলেন, স্বল্প পরিসরে খোলা নিয়েই আলোচনা হচ্ছে। সিইও পরিকল্পনা করছে কিভাবে কী করা যায়। প্রেসিডেন্টের সঙ্গে কথা বলে তারা ঠিক করবেন।

বাংলাদেশে করোনাভাইরাসের রোগী শণাক্ত হলে গত ২১ মার্চ (শনিবার) এক প্রজ্ঞাপন জারি করে বিসিবির অফিস বন্ধ ঘোষণা করা হয়। ফলে ২২ মার্চ (রোববার) থেকে বিসিবির কর্মকর্তা-কর্মচারীরা বাসা থেকে দাপ্তরিক কাজ করছেন।

এদিকে বিসিবির অফিস খোলা নিয়ে কথা চললেও বাংলাদেশের আবার কবে নাগাদ ক্রিকেট শুরু হবে তা নিয়ে এখনো কোন কথা বলার সময় আসেনি। কারণ, দেশে এখনো প্রতিদিন নতুন নতুন কোভিড-১৯ রোগী শণাক্ত হচ্ছে। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসা না পর্যন্ত ক্রিকেটসহ অন্যান্য খেলা নিয়ে সরকার আপাতত নতুন সিদ্ধান্তে যাচ্ছে না বলেই জানা গেছে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

গ্রীষ্ম মৌসুমের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করলো অস্ট্রেলিয়া

গ্রীষ্ম মৌসুমের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করলো অস্ট্রেলিয়া

ইয়ান বিশপের দশক সেরা একাদশে সাকিব

ইয়ান বিশপের দশক সেরা একাদশে সাকিব

যে কারণে অবসরে যাননি মাশরাফি

যে কারণে অবসরে যাননি মাশরাফি

আমার খেলা দেখেনি কিন্তু সমালোচনা করে : সুজন

আমার খেলা দেখেনি কিন্তু সমালোচনা করে : সুজন