শচীন সেরা ব্যাটসম্যান, ক্যালিস পরিপূর্ণ ক্রিকেটার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৩৬ এএম, ০৬ জুন ২০২০
শচীন সেরা ব্যাটসম্যান, ক্যালিস পরিপূর্ণ ক্রিকেটার

ক্রিকেট জীবনে অনেক ব্যাটসম্যানের মুখোমুখি হয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার ব্রেট লি। কিন্তু তাকে শাসন করেছেন এমন ব্যাটসম্যানের সংখ্যা খুব কম। যাদের সাথে খেলেছেন তাদের মাঝে থেকে ব্রেট লি সেরা ব্যাটসম্যান হিসেবে বেছে নিয়েছেন ‘মাস্টার ব্লাস্টার’ শচীন টেন্ডুলকারকে ও ‘গ্রেটেস্ট কমপ্লিট ক্রিকেটার’ হিসেবে বেছে নিয়েছেন জ্যাক ক্যালিসকে।

জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার পমি বাঙ্গোয়া সেরা ক্রিকেটারের নাম জানতে চাইলে তিনি বলেন, ‘শচীনের কথাই মনে হচ্ছে। কেন শচীন? তার কারণ, শচীন বাড়তি সময় পেত। গ্রেট ক্রিকেটারদের বিরুদ্ধে খেলার অভিজ্ঞতা থেকে মনে হয়েছে যে, বল খেলার জন্য বেশি সময় পেত ও। পপিং ক্রিজে দাঁড়ালেও মনে হত ও যেন অতিরিক্ত সময় পাচ্ছে বল খেলার জন্য। আমার মতে, বিশ্বের সেরা ব্যাটসম্যান শচীনই।’

ক্যালিসকে বেছে নেওয়ার ব্যাখ্যায় তিনি বলেন, ‘বরাবরই বলে এসেছি যে শচীন হলো সর্বকালের সেরা ব্যাটসম্যান। কিন্তু, সেরা ক্রিকেটার হলো জ্যাক ক্যালিস। আমি তো গ্যারি সোবার্সকে খেলতে দেখিনি। হ্যাঁ, হাইলাইটস অবশ্যই দেখেছি। কিন্তু যাদের বিরুদ্ধে খেলেছি, যাদের খেলতে দেখেছি, তাদের মধ্যে সবচেয়ে পরিপূর্ণ ক্রিকেটার অবশ্যই কালিস। বোলিং ওপেন করতে যেমন পারত, তেমনই শুধু ব্যাটসম্যান হিসেবেও খেলতে পারত দলে। আর স্লিপেও প্রচুর ক্যাচ নিয়েছে।’

টেস্টে ৫৫ গড়ে ১৩ হাজারের বেশি রান রয়েছে ক্যালিসের। এক দিনের ক্রিকেটে ৪৪ গড়ে রয়েছে ১১ হাজারের বেশি রান। পেসার হিসেবে টেস্টে ৩২.৬৫ গড়ে নিয়েছেন ২৯২ উইকেট। আর এক দিনের ক্রিকেটে নিয়েছেন ২৭৩ উইকেট। সব ফরম্যাট মিলিয়ে শচীনের আবার আন্তর্জাতিক ক্রিকেটে রয়েছে ৩০ হাজারের বেশি রান। আন্তর্জাতিক ক্রিকেটে তিনি নিয়েছেন ২০১ উইকেট।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

শ্রীলঙ্কা সফর নিয়ে কী ভাবছে বাংলাদেশ

শ্রীলঙ্কা সফর নিয়ে কী ভাবছে বাংলাদেশ

টাইগারদের জন্য খুলছে স্টেডিয়ামে অনুশীলন সুবিধা

টাইগারদের জন্য খুলছে স্টেডিয়ামে অনুশীলন সুবিধা

নিজ দেশে দায়িত্ব নিলেন বাংলাদেশ নারী দলের কোচ

নিজ দেশে দায়িত্ব নিলেন বাংলাদেশ নারী দলের কোচ

খেলোয়াড়দের সুরক্ষায় পিসিবির ভিন্নধর্মী উদ্যোগ

খেলোয়াড়দের সুরক্ষায় পিসিবির ভিন্নধর্মী উদ্যোগ