জয়ের খরা কাটলো না, সিরিজ খোয়ালো বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৪৮ এএম, ২৪ মার্চ ২০২১
জয়ের খরা কাটলো না, সিরিজ খোয়ালো বাংলাদেশ

নিউজিল্যান্ডের মাটিতে দ্বিতীয় সর্বোচ্চ রানের স্কোর গড়েও বাংলাদেশ ক্রিকেট দলের শেষ রক্ষা হলো না। অধরাই রয়ে গেলে টাইগারদের জয়। অন্যদিকে, বাংলাদেশের বিপক্ষে নিজেদের মাটিতে জয়ের ধারা অব্যাহত রেখে তিন ম্যাচের ওয়ানডেতে ২-০ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করলো নিউজিল্যান্ড।

মঙ্গলবার (২৩ মার্চ) সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস হেরে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ২৭১ রানের ইনিংস গড়ে বাংলাদেশ। যা স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ ক্রিকেট দলের দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংস।

জবাবে ব্যাট করতে নেমে ডেভন কনওয়ের অর্ধশত রানের পর অধিনায়ক টম ল্যাথামের অপরাজিত সেঞ্চুরিতে (১১০*) জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড। ইনিংসের ১০ বল বাকি থাকতেই ২৭২ রান করে স্বাগতিকরা।

২৭২ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা নিউজিল্যান্ডকে শুরুতে বেশ ভালোভাবেই চেপে ধরেছিল বাংলাদেশ। দলীয় ৫৩ রানেই তুলে নিয়েছিল মার্টিন গাপটিলসহ স্বাগতকিদের ৩ জন ব্যাটসম্যানকে।

চতুর্থ উইকেট জুটিতে ডেভন কনওয়ের সাথে ১১৩ রানের পার্টনারশীপ গড়েন অধিনায়ক টম ল্যাথাম। ৭২ রানে থাকা কনওয়ে রান আউটে কাটা পড়ে সাজঘরে ফিরলেও ব্যাট হাতে ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি তুলে টম ল্যাথাম।

বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচটি ছিল ল্যাথামের ওয়ানডে ক্যারিয়ারের শততম ম্যাচ। নিজের শততম ম্যাচে জয় পেলেও স্বল্প টার্গেটের ম্যাচ হওয়া ব্যাট করার সুযোগ পাননি তিনি। দ্বিতীয় ম্যাচে সুযোগ সেঞ্চুরি হাকালেন কেন উইলিয়ামসের অনুপস্থিতিতে নেতৃত্ব দেওয়া ল্যাথাম।

ম্যাচ সেরা ক্রিকেটার টম ল্যাথামে ১১০ রানে ১০টি চারের মার ছিল। এছাড়া ডেভন কনওয়ের ব্যাট থেকে আসে ৯৩ বলে ৭২ রানের ইনিংস। তার ইনিংসেও ৭টি চারের মার থাকলেও ছিল না কোনো ছয়ের মার। এছাড়া গাপটিল ২০, হেনরি নিকলস ১৩, জেমস নিশাম ৩০ এবং ড্যারেল মিচেল অপরাজিত ১২ রান করেন।

এর আগে অধিনায়ক তামিম ইকবাল ও মোহাম্মদ মিঠুনের জোড়া হাফ-সেঞ্চুরিতে ৫০ ওভারে ৬ উইকেটে ২৭১ রান করে বাংলাদেশ। ওপেনিং সঙ্গী লিটন দাস খালি হাতে ফিরলেও ওয়ানডেতে ৫০তম হাফ-সেঞ্চুরির স্বাদ নেন তামিম। শেষ পর্যন্ত ১০৮ বল খেলে ১১টি চারে ৭৮ রান করেন তিনি।

তামিমের মতো হাফ-সেঞ্চুরি করেন পাঁচ নম্বরে নামা মিঠুনও। ইনিংসের শেষ পর্যন্ত ব্যাট করে অপরাজিত ৭৩ রান করেন তিনি। ওয়ানডে ক্রিকেটে ষষ্ঠ হাফ সেঞ্চুরির ইনিংসে ৫৭ বলে ৬টি চার ও ২টি ছক্কা হাকান মিঠুন।

এছাড়া দলের পক্ষে সৌম্য সরকার ৩২, মুশফিকুর রহিম ৩৪, মাহমুদউল্লাহ রিয়াদ ১৬, মাহেদি হাসান ৭ ও মোহাম্মদ সাইফউদ্দিন অপরাজিত ৭ রান করেন।

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

আইপিএলের জন্য টি-টোয়েন্টি সিরিজে নেই উইলিয়ামসন-বোল্টসহ ৬ ক্রিকেটার

আইপিএলের জন্য টি-টোয়েন্টি সিরিজে নেই উইলিয়ামসন-বোল্টসহ ৬ ক্রিকেটার

তামিম-মিঠুনের ব্যাটে নিউজিল্যান্ডে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ

তামিম-মিঠুনের ব্যাটে নিউজিল্যান্ডে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ

ফিফটির ফিফটি করলেন তামিম ইকবাল

ফিফটির ফিফটি করলেন তামিম ইকবাল

খালি হাতে ফিরলেন লিটন দাস

খালি হাতে ফিরলেন লিটন দাস