আইপিএলের জন্য টি-টোয়েন্টি সিরিজে নেই উইলিয়ামসন-বোল্টসহ ৬ ক্রিকেটার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৪৯ এএম, ২৪ মার্চ ২০২১
আইপিএলের জন্য টি-টোয়েন্টি সিরিজে নেই উইলিয়ামসন-বোল্টসহ ৬ ক্রিকেটার

চলমান ওয়নাডে সিরিজ শেষে সফররত বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে নিউজিল্যান্ড। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। ঘোষিত দলে রাখা হয়নি কেন উইলিয়ামসন ও ট্রেন্ট বোল্টসহ দলের নিয়মিত ৬ জনকে। আইপিএল খেলার জন্য তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে।

ইনজুরির কারণে ওয়ানডে সিরিজে না খেলা নিয়মিত অধিনায়ক উইলিয়ামসনের পরিবর্তে টি-টোয়েন্টিতে দলের নেতৃত্ব দিবেন টিম সাউদি। উইলিয়ামসন-বোল্ট ছাড়া ছেড়ে দেওয়া বাকিরা হলেন- মিচেল স্যান্টনার, কাইল জেমিসন, জেসম নিশাম এবং টিম সিফার্ট।

মঙ্গলবার (২৩ মার্চ) ঘোষিত ১৩ সদস্যের টি-টোয়েন্টি দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ফিন অ্যালেন ও উইল ইয়ং। ফিননতুন মুখ হলেও চলতি মৌসুমেই টেস্ট এবং ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয়েছে তার। এছাড়া ইনজুরির কারণে ওয়ানডে দলে না থাকা লুকি ফার্গুসনকে টি-টোয়েন্টিকে ফেরানো হয়েছে।

দীর্ঘ ২ বছরের বেশি সময় পর ডাক পেয়েছেন অ্যাডাম মিলনে। ইনজুরি কাটিয়ে ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ভালো পারফরম্যান্স করে জায়গা ফিরে পেয়েছেন তিনি।

উইলিয়ামসন-বোল্টরা টি-টোয়েন্টি সিরিজ না খেলে আইপিএল খেলতে আগেই চলে গেলেও সিরিজ শেষে আইপিএল খেলতে ভারতে উড়াল দিবেন ফিন-মিলনে-ফার্গুসনরা।

নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াড
টিম সাউদি (অধিনায়ক), ফিন অ্যালেন, টড অ্যাশলে, হামিশ বেনেট, মার্ক চ্যাপমান, ডেভন কোনওয়ে (উইকেটরক্ষক), লকি ফার্গুসন, মার্টিন গাপটিল, অ্যাডাম মিলনে, ড্যারল মিশেল, গ্লেন ফিলিপস, ইশ সোধি এবং উইল ইয়ং।

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

সাকিবের ছুটি ৪৮ দিন, পুরো আইপিএল নয়

সাকিবের ছুটি ৪৮ দিন, পুরো আইপিএল নয়

এনসিএলের ২২তম আসরে কে কোন দলে খেলছেন

এনসিএলের ২২তম আসরে কে কোন দলে খেলছেন

সৌম্যকে নিয়ে ব্যাখ্যা দিলেন তামিম

সৌম্যকে নিয়ে ব্যাখ্যা দিলেন তামিম

দেড়শতেও পৌঁছতে পারলো না বাংলাদেশ

দেড়শতেও পৌঁছতে পারলো না বাংলাদেশ