ওয়ানডেতে দ্রুত ১শ’ উইকেটের মালিক রশিদ খান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:২২ পিএম, ২৫ মার্চ ২০১৮
ওয়ানডেতে দ্রুত ১শ’ উইকেটের মালিক রশিদ খান

এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুত উইকেট শিকারের মালিক হলেন আফগানিস্তানের বোলিং সেনশেসন রশিদ খান। তিনি মাত্র ৪৪ ম্যাচে একশ’ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করলেন। হারারে স্পোর্টস ক্লাবে চলমান বিশ্বকাপ বাছাই পর্বের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের শাই হোপকে আউট করে নিজের শততম উইকেট পূর্ণ করেন তারকা এ লেগ স্পিনার।

নতুন এ রেকর্ড গড়ার পথে তিনি অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ককে পেছনে ফেলেন। ৫২ ম্যাচে একশ’ উইকেট শিকার করে এত দিন রেকর্ডটি দখলে রেখেছিলেন স্টার্ক। একই সঙ্গে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবেও এ মাইলফলক স্পর্শ করলেন রশিদ। ২৬ ওয়ানডেতে ৫০ উইকেট পূর্ণ করা রশিদ বর্তমানে আইসিসি বোলিং র‌্যাংকিংয়ের শীর্ষে রয়েছেন।

দ্রুত একশ ওয়ানডে উইকেট শিকারী শীর্ষ পাঁচ বোলার :
১. রশিদ খান (আফগানিস্তান) ৪৪ ম্যাচ
২. মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া) ৫২ ম্যাচ
৩. সাকলাইন মুশতাক (পাকিস্তান) ৫৩ ম্যাচ
৪. শেন বন্ড(নিউজিল্যান্ড) ৫৪ ম্যাচ
৫. ৫ ব্রেট লী (অস্ট্রেলিয়া) ৫৫ ম্যাচ।


শেয়ার করুন :


আরও পড়ুন

দীর্ঘ মেয়াদী ইনজুরিতে তামিম

দীর্ঘ মেয়াদী ইনজুরিতে তামিম

কেন ‘বল বিকৃতির’ পরিকল্পনা করেছিল অস্ট্রেলিয়া?

কেন ‘বল বিকৃতির’ পরিকল্পনা করেছিল অস্ট্রেলিয়া?

আইপিএলেও নেতৃত্ব হারালেন স্মিথ

আইপিএলেও নেতৃত্ব হারালেন স্মিথ

বল টেম্পারিং : পদত্যাগ করেছেন স্মিথ ও ওয়ার্নার

বল টেম্পারিং : পদত্যাগ করেছেন স্মিথ ও ওয়ার্নার