পাকিস্তানের বিপক্ষে ৮ পরিবর্তন নিয়ে আফগানদের দল ঘোষণা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:১৯ এএম, ২৫ জুলাই ২০২১
পাকিস্তানের বিপক্ষে ৮ পরিবর্তন নিয়ে আফগানদের দল ঘোষণা

পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। দলের অভিজ্ঞ ক্রিকেটারদের পরিবর্তে পাকিস্তান সিরিজে তরুণদেরই প্রাধান্য দিয়েছে আফগানিস্তানের নির্বাচকরা। আট পরিবর্তন এনে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করে আফগান ক্রিকেট বোর্ড।

ঘোষিত এই দলে অধিনায়ক হিসেবে রাখা হয়েছে হাসমতউল্লাহ শহিদিকে। তার সহ-অধিনায়ক হিসেবে কাজ করবেন রহমত শাহ। পাকিস্তান সিরিজের মধ্য দিয়েই অধিনায়ক হিসেবে অভিষেক ঘটতে যাচ্ছে হাসমতউল্লাহর।

পাকিস্তান সিরিজের জন্য ঘোষিত এই দলে জায়গা হয়নি অভিজ্ঞ আসগর আফগান, গুলবাদিন নাইব, জাবেদ আহমাদি, সাইদ সিরজাদ, উসমান গনি, শরাফউদ্দিন আশরাফ ও ইয়ামিন আহমেদজাইয়ের মতো ক্রিকেটারদের। তরুণদের দলের সাথে মানিয়ে নেয়ার সুযোগ করে দেয়ার জন্যই মূলত আফগানিস্তানের এই সিদ্ধান্ত।

দলে নতুন করে জায়গা পেয়েছেন পাঁচ ক্রিকেটার। তারা হলেন- সেদিকউল্লাহ আতাল, শহিদউল্লাহ কামাল, আব্দুল রহমান, ফজল হক ফারুকী ও নূর আহমেদ। এছাড়া দলে ফিরেছেন করিম জানাত, ইব্রাহিম জাদরান ও ইকরাম আলিখিল।

আফগানিস্তান দল:
হাসমতউল্লাহ শহিদি (অধিনায়ক), মোহাম্মদ নবী, রশিদ খান, রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, সেদিকউল্লাহ আতাল, রহমত শাহ, নাজিব জাদরান, ইকরাম আলিখিল, শহিদউল্লাহ কামাল, করিম জানাত, আজমত ওমরজাই, আব্দুল রহমান, নাভীন উল হক, মুজিব উর রহমান, ফজল হক ফারুকী, নূর আহমেদ

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 



শেয়ার করুন :


আরও পড়ুন

শেষ ম্যাচ জিতে হোয়াইটওয়াশ এড়ালো শ্রীলঙ্কা

শেষ ম্যাচ জিতে হোয়াইটওয়াশ এড়ালো শ্রীলঙ্কা

শঙ্কা কাটিয়ে নতুন সূচিতে উইন্ডিজ-অস্ট্রেলিয়ার বাকি দুই ম্যাচ

শঙ্কা কাটিয়ে নতুন সূচিতে উইন্ডিজ-অস্ট্রেলিয়ার বাকি দুই ম্যাচ

বাংলাদেশকে হারিয়ে সমতায় ফিরলো জিম্বাবুয়ে

বাংলাদেশকে হারিয়ে সমতায় ফিরলো জিম্বাবুয়ে

খারাপ আচরণে প্রোটিয়া অধিনায়ক বাভুমাকে জরিমানা

খারাপ আচরণে প্রোটিয়া অধিনায়ক বাভুমাকে জরিমানা