অস্ট্রেলিয়াকে হারিয়ে সমতায় ফিরলো ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৫৪ পিএম, ২৫ জুলাই ২০২১
অস্ট্রেলিয়াকে হারিয়ে সমতায় ফিরলো ওয়েস্ট ইন্ডিজ

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচেই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ালো স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সফরকারীদের বিপক্ষে ৪ উইকেটের জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এ জয়ে সিরিজে সমতায় ফিরলো ক্যারিবিয়রা। ব্যাট হাতে অর্ধশতক তুলে ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন নিকোলাস পুরান।

শনিবার (২৪ জুলাই) দিবাগত রাতে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। তবে নিজেদের সিদ্ধান্তের সঠিক ব্যবহার করতে পারেনি তারা। ক্যারিবীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৪৭.১ ওভারে ১৮৭ রানে অল আউট হয়ে যায় তারা।

অস্ট্রেলিয়ার হয়ে এদিন টপ অর্ডারের কেউই ব্যাট হাতে রান পাননি। ফিলিপ, মার্শ, হেনরিকস, ম্যাকডের্মট ও ক্যারি কেউই নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেনি। শেষদিকে ওয়েস এ্যাগারের ৪১, ওয়েডের ৩৬, জাম্পার ৩৬ ও স্টার্কের ১৯ রানের উপর ভর করে ১৮৭ রান তুলতে সক্ষম হয় অস্ট্রেলিয়া।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে এদিন বল হাতে সফল ছিলেন আলজারি জোসেফ ও আকিল হোসেইন। তারা প্রত্যেকেই ৩টি করে উইকেট লাভ করেন। এছাড়া দুইটি উইকেট শিকার করেন কর্টেল।

১৮৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে খুব সহজে জিততে পারেনি ওয়েস্ট ইন্ডিজও। ১১ রানেই প্রথম দুই উইকেট হারায় তারা। নিকোলাস পুরান ও জেসন হোল্ডারের ব্যাটিংয়ে ভর করেই মূলত জয়ের বন্দরে পৌঁছায় ওয়েস্ট ইন্ডিজ।

ক্যারিবীয়দের হয়ে পুরান ৫৯, হোল্ডার ৫২ ও হোপ ৩৮ রান করলে ৩৮ ওভারেই ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় তারা। অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক ৩টি ও জাম্পা ২টি উইকেট শিকার করেন।

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 



শেয়ার করুন :


আরও পড়ুন

‌‘ফাইনালে’ দৃষ্টি জিম্বাবুয়ে-বাংলাদেশের

‌‘ফাইনালে’ দৃষ্টি জিম্বাবুয়ে-বাংলাদেশের

পেছাতে পারে অস্ট্রেলিয়া সিরিজ, মুশফিককে পাওয়ার আশায় বিসিবি

পেছাতে পারে অস্ট্রেলিয়া সিরিজ, মুশফিককে পাওয়ার আশায় বিসিবি

পাকিস্তানের বিপক্ষে ৮ পরিবর্তন নিয়ে আফগানদের দল ঘোষণা

পাকিস্তানের বিপক্ষে ৮ পরিবর্তন নিয়ে আফগানদের দল ঘোষণা

শেষ ম্যাচ জিতে হোয়াইটওয়াশ এড়ালো শ্রীলঙ্কা

শেষ ম্যাচ জিতে হোয়াইটওয়াশ এড়ালো শ্রীলঙ্কা