সিরিজ জয়ের লক্ষ্য মাঠে নামছে বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:০১ এএম, ২০ মার্চ ২০২২
সিরিজ জয়ের লক্ষ্য মাঠে নামছে বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবারের মতো ম্যাচ জয়ের ইতিহাস গড়ছে বাংলাদেশ ক্রিকেট দল। টাইগারদের সামনে এবার লক্ষ্য সিরিজ জয়। সেই লক্ষ্য নিয়েই আজ রোববার (২০ মার্চ) সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে টাইগাররা। এ ম্যাচ জিতলেই দক্ষিণ আফ্রিকায় প্রথমবারের মতো সিরিজ জয়ের ইতিহাস রচনা করবে বাংলাদেশ।

সিরিজের প্রথম ম্যাচে দাপটের সাথে জয় তুলে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ৩৮ রানে হারিয়ে দিয়েছে বাংলাদেশ। যা দক্ষিণ আফ্রিকার মাটিতে যেকোনো ফলম্যাটে বাংলাদেশের প্রথম কোন ম্যাচ জয়।

দক্ষিণ আফ্রিকার মাটিতে তিন ফরম্যাট মিলিয়ে ১৯ ম্যাচ খেলেও কোন জয় পায়নি টাইগাররা। ২০তম ম্যাচে এসে অবশেষে অধরা জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। তবে ম্যাচ জয়েই ক্ষান্ত হতে চাচ্ছেন না টাইগারররা। বাংলাদেশ ক্রিকেট দলের এখণ লক্ষ্য সিরিজ জয়।

প্রথম ম্যাচে টস হেরে ব্যাট করে লিটন দাস-সাকিব আল হাসান ও ইয়াসির আলির হাফ-সেঞ্চুরিতে ৫০ ওভারে ৭ উইকেটে ৩১৪ রানের বিশাল সংগ্রহ গড়ে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে এটি দ্বিতীয় সর্বোচ্চ দলীয় রান বাংলাদেশের। জবাবে ব্যাট করতে নামলে প্রোটিয়াদের ২৭৬ রানে অলআউট করে দেয় টাইগাররা বোলাররা।

এ জয়ে বিশ্বকাপ সুপার লিগের টেবিলে ১৬ ম্যাচে অংশ নিয়ে ১১ জয় ও ৫ হারে ১১০ পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকলো বাংলাদেশ। আর ১১ ম্যাচে ৩ জয়, ৬ হার ও ২টি পরিত্যক্ত ম্যাচের কারণে ৩৯ পয়েন্ট নিয়ে টেবিলের দশম স্থানে দক্ষিণ আফ্রিকা।

সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল সেঞ্চুরিয়নের সুপার স্পোর্ট পার্কে। দ্বিতীয় ম্যাচটি মাঠে গড়াবে জোহানেসবার্গে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টা থেকে।

দ্বিতীয় ম্যাচে আগে টাইগার অলরাউনডার মেহেদী মিরাজ বলেছেন, এক-দুইজন ভালো খেললে টিমে রেজাল্ট করা অনেক কঠিন। প্রথম ম্যাচে আমরা সবাই টিম গেম খেলেছি। আমরা যখনি টিম গেম খেলি এগুলো মধ্যে বেশিরভাই জিতে যাই। ব্যাটিংও খুব ভালো হয়েছে। আমাদের গেম প্লান যেভাবে ছিল ওভাবেই খেলেছি।

প্রথম ম্যাচে ৬১ রানে ৪ উইকেট নেওয়া মিরাজ আরও বলেন, স্বপ্ন যদি বড় না থাকে তাহলে আগানো যায় না। আমাদের সবার স্বপ্ন অনেক বড়, আমরা ভালো কিছু করতে চাই। দেশি যে রকম আমরা সিরিজ জিতি, বাইরের দেশেও সিরিজ জিততে চাই।

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশের স্বপ্ন এখন এশিয়া কাপ, বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়া: মিরাজ

বাংলাদেশের স্বপ্ন এখন এশিয়া কাপ, বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়া: মিরাজ

দেশের হয়ে খেলা এবং পারফর্ম করা সত্যিই দুর্দান্ত বিষয়: ইয়াসির রাব্বি

দেশের হয়ে খেলা এবং পারফর্ম করা সত্যিই দুর্দান্ত বিষয়: ইয়াসির রাব্বি

৭-৮ বলেই উইকেটের ‘চরিত্র’ বুঝে গিয়েছিলেন সাকিব

৭-৮ বলেই উইকেটের ‘চরিত্র’ বুঝে গিয়েছিলেন সাকিব

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের ঐতিহাসিক জয়

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের ঐতিহাসিক জয়