ব্যর্থ টপ-অর্ডার, আফিফ-মিরাজের ব্যাটে ‘সম্মানজনক’ স্কোর

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৪১ পিএম, ২০ মার্চ ২০২২
ব্যর্থ টপ-অর্ডার, আফিফ-মিরাজের ব্যাটে ‘সম্মানজনক’ স্কোর

৩৪ রানে সাজঘরে পাঁচ ব্যাটার, তাদের মধ্যে তিন ব্যাটার ছিলেন সিঙ্গেল ডিজিটে। দলের ব্যাটিং লাইনের এমন ধ্বংসস্তুপ থেকে টেনে তুললেন পরের তিন ব্যাটার। মাহমুদউল্লাহ রিয়াদের পর আফিফ হোসেন ধ্রুব এবং মেহেদী হাসান মিরাজের ব্যাটে শেষ পর্যন্ত একটি সম্মানজনক স্কোরে গিয়ে পৌঁছায় বাংলাদেশ।

রোববার (২০ মার্চ) রোববার (২০ মার্চ) জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। সেঞ্চুরিয়নে সিরিজে প্রথম ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করলেও জোহানেসবার্গে খেই হারিয়ে ফেলেন টপ-অর্ডারের টাইগার ব্যাটাররা। শেষ পর্যন্ত আফিফ-মিরাজের ব্যাটে ভর করে ৯ উইকেটে ১৯৪ রানের সংগ্রহ গড়ে বাংলাদেশ।

ইনিংসের তৃতীয় ওভারের দ্বিতীয় বলে দলীয় মাত্র ১ রানে উদ্বোধনী জুটি ভাঙে বাংলাদেশের। ব্যক্তিগত মাত্র ১ রানে সাজঘরে ফিরেন অধিনায়ক তামিম ইকবাল। তামিমের পর ব্যাট হাতে হতাশ করেন প্রথম ম্যাচে জয়ের নায়ক সাকিব আল হাসানও। রানের খাতা খোলার আগেই ফিরেন তিনি।

দলীয় ৮ রানে দ্বিতীয় উইকেট হারানোর পর অষ্টম ওভারের প্রথম বলে সাজঘরে ফিরেন ওপেনার লিটন দাস। ২১ বলে ৩টি চারের মারে ১৫ রানে ফিরলে দলীয় ২৩ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ।

৮.১ ওভারে ৩ উইকেট হারানোর পর প্রথম পাওয়ার প্লে বাকি ওভারে ৭ রান তুলেন ইয়াসির আলি রাব্বি এবং মুশফিকুর রহিম। ফলে ১০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ৩০ রান। তবে আগের ম্যাচে ক্যারিয়ারের প্রথম ফিফটি হাঁকানো ইয়াসির আলি ২ রানে ফিরলে ৩৪ রানে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ।

টানা উইকেট হারানোর পথে ইনিংসে ১৩ ওভারের চতুর্থ বলে মুশফিকও (১২) ফিরেন সাজঘরে। দলীয় ৩৪ রানে ৫ উইকেট হারিয়ে শতরানের আগেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়ে বাংলাদেশ। সেখান থেকে দলের হাল ধরেন মাহমুদউল্লাহ রিয়াদ এবং আফিফ হোসেন ধ্রুব। রিয়াদ-আফিফের জুটি থেকে ৬০ রান আসে।

৪৪ বল খেলে ব্যক্তিগত ২৫ রানে মাহমুদউল্লাহ রিয়াদ সাজঘরে ফিরলে দলীয় ৯৪ রানে ষষ্ঠ উইকেট হারায় বাংলাদেশ। এরপর দলের পক্ষে ব্যাট হাতে রানের চাকা সচল রাখেন আফিফ এবং মেহেদী মিরাজ। দুজনে মিলে ৮৬ রানের জুটি গড়েন। আফিফ তুলে নেন ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশত রান।

ইনিংসের ৪৬তম ওভারে আবার ধাক্কা খায় বাংলাদেশ। পর পর দুই উইকেট তুলে নিয়ে রানের গতি টেনে ধরেন রাবাদা। ওভারের তৃতীয় বলে আফিফকে ফেরানোর পর পঞ্চম বলে মিরাজকেও তুলে নেন তিনি। ১০৭ বলে ৭২ রান করেন আফিফ। অন্যদিকে, মিরাজের ব্যাট থেকে আসে ৪৯ বলে ৩৮ রান।

শেষ দিকে তাসকিন এবং মোস্তাফিজ ৯ ও ২ রানে অপরাজিত ছিলেন। মাঝে ২ রান করেন শরিফুল ইমলাম। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার পক্ষে বল হাতে ১০ ওভারে ৩৯ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন রাবাদা।

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশের স্বপ্ন এখন এশিয়া কাপ, বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়া: মিরাজ

বাংলাদেশের স্বপ্ন এখন এশিয়া কাপ, বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়া: মিরাজ

দেশের হয়ে খেলা এবং পারফর্ম করা সত্যিই দুর্দান্ত বিষয়: ইয়াসির রাব্বি

দেশের হয়ে খেলা এবং পারফর্ম করা সত্যিই দুর্দান্ত বিষয়: ইয়াসির রাব্বি

৭-৮ বলেই উইকেটের ‘চরিত্র’ বুঝে গিয়েছিলেন সাকিব

৭-৮ বলেই উইকেটের ‘চরিত্র’ বুঝে গিয়েছিলেন সাকিব

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের ঐতিহাসিক জয়

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের ঐতিহাসিক জয়