জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জিতলো অস্ট্রেলিয়া

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৫২ পিএম, ৩১ আগস্ট ২০২২
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জিতলো অস্ট্রেলিয়া

প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিপাক্ষীয় কোনো ওয়ানডে সিরিজ খেলতে নেমেছিল জিম্বাবুয়ে। তাও অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের মাটিতেই। এই সিরিজে স্বাভাবিকভাবেই দু’দলের শক্তির ব্যবধান ছিল আকাশ-পাতাল। প্রথম ম্যাচে কিছুটা প্রতিরোধ গড়লেও দ্বিতীয় ওয়ানডেতে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে জিম্বাবুয়ে। ফলে, এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করে স্বাগতিকরা।

বুধবার (৩১ আগস্ট) টাউনসভিলের টনি আয়ারল্যান্ড স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ফিল্ডিংয়ে নামে অস্ট্রেলিয়া। স্কোরবোর্ডের ১৪ রান তুলতেই স্টার্কের শিকার হয়ে ফেরেন জিম্বাবুয়ের তিন ব্যাটার।

সেখান থেকে প্রতিরোধের সামান্য চেষ্টা করেন শন উইলিয়ামস ও রেগিস চাকাভা। না হলে হয়তো ৫০ এর নিচে গুটিয়ে যেতে পারতো জিম্বাবুয়ে। এই দু’জনের জুটিতে আসে ৩২ রান। জশ হ্যাজলেউডের বলে সিকান্দার রাজা ফিরলে ভাঙে এই জুটি।

এছাড়াও রেগিস চাকাভা, শন উইলিয়ামস ও টনি মুনোওয়াঙ্গারা প্রতিরোধের চেষ্টা করেন। তবে সেই চেষ্টায় প্রতিরোধ গড়ার মতো কোনো সংগ্রহ দাঁড় করাতে পারেনি অস্ট্রেলিয়া। শেষদিকে অ্যাডাম জাম্পা ও ক্যামেরন গ্রিনের বোলিং তোপে মাত্র ৯৬ রানেই শেষ হয় অস্ট্রেলিয়ার ইনিংস।

৯৭ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা অবশ্য ভালো করেনি অস্ট্রেলিয়াও। ইনিংসের প্রথম তিন ওভারে স্কোরবোর্ডে ১৬ রান তুলতেই ফেরেন দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চ।

পরে অবশ্য আর কোনো বিপদ হতে দেননি স্টিভ স্মিথ ও উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি। দুইজনের ৭৪ বলে ৮৪ রানের ইনিংসে ভর করে ২১২ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া। শুধু ম্যাচ নয়, সিরিজ জয়ও নিশ্চিত করে দলটি। দারুণ বোলিংয়ে ম্যাচসেরা নির্বাচিত হন মিচেল স্টার্ক।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

সাইমন্ডসকে স্মরণ করার ম্যাচে অস্ট্রেলিয়ার সহজ জয়

সাইমন্ডসকে স্মরণ করার ম্যাচে অস্ট্রেলিয়ার সহজ জয়

বেটিং কোম্পানির সাথে চুক্তি করে চাকরি হারালেন জনসন

বেটিং কোম্পানির সাথে চুক্তি করে চাকরি হারালেন জনসন

অস্ট্রেলিয়ায় জয় খরা কাটাতে নিউজিল্যান্ড দলে বোল্ট-উইলিয়ামসন

অস্ট্রেলিয়ায় জয় খরা কাটাতে নিউজিল্যান্ড দলে বোল্ট-উইলিয়ামসন

অধিনায়কত্বের নিষেধাজ্ঞা থেকে মুক্তি চান ওয়ার্নার

অধিনায়কত্বের নিষেধাজ্ঞা থেকে মুক্তি চান ওয়ার্নার