সিরিজ জয়ে বাংলাদেশের লক্ষ্য ২৭২

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:০৫ এএম, ২৬ জুলাই ২০১৮
সিরিজ জয়ে বাংলাদেশের লক্ষ্য ২৭২

শিমরন হেটমায়ারের সেঞ্চুরিতে ২৭২ রানের চ্যালেঞ্জিং স্কোর করেছে ওয়েস্ট ইন্ডিজ। ফলে ম্যাচ ও সিরিজ জয নিশ্চিত করতে বাংলাদেশের সামনে এখন ১৭২ লক্ষ্য। সেই লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ।

এর আগে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ফলে ব্যাট হাতে মাঠে নামে ওয়েস্ট ইন্ডিজ। ব্যাট হাতে দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন শিমরন হেটমায়ার। তার সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের সামনে ২৭১ রানের দারুণ এক চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করেছে।

ব্যাট হাতে যেখানে গেইল, লুইস, হোপদের মত ব্যটসম্যানদের তাড়াতাড়ি সাজঘরে ফিরেছে সেখানে একা এক হেটমায়ার দাঁড়িয়ে যান। তবে তাকে যোগ্য সহযোগিতা করেন সাই হোপ এবং রভম্যান পাওয়েল। সাই হোপ ২৫ এবং পাওয়েল করেন ৪৪ রান।

এর আগে ১২ রানে এভিন লুইসকে ফিরিয়ে উইকেটের সূচনা করেন মাশরাফি বিন মর্তুজা। ক্রিস গেইলকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন মেহেদী হাসান মিরাজ। তিনি করেন ৩৮ বলে ২৯ রান।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন পেসার রুবেল হোসেন। যদিও ৯ ওভারে সর্বোচ্চ ৬১ রান দিয়েছেন তিনি। সাকিব আল হাসান এবং মোস্তাফিজুর রহমান নেন ২টি করে উইকেট। ১টি করে উইকেট নেন মাশরাফি বিন মর্তুজা এবং মেহেদী হাসান মিরাজ। বাকি একজন হলেন রানআউট।

এদিকে এ প্রতিবেদন তৈরি করা পর্যন্ত ব্যাট হাতের বাংলাদেশ বেশ ভালো অবস্থানেই রয়েছে। ৩৩ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশ রান করেছে ১৫৯ রান করেছে। ব্যাট হাতে রানের চাকা এগিয়ে নিয়ে যাচ্ছেন মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ। এর আগে ওপেনার তামিম ইকবাল ৫৪ রানে, বিজয় ২৩ এবং সাকিব আল হাসান ৫৬ রানে আউট হয়েছেন।


শেয়ার করুন :


আরও পড়ুন

হতাশা কাটিয়ে বাংলাদেশের দুর্দান্ত জয়

হতাশা কাটিয়ে বাংলাদেশের দুর্দান্ত জয়

১১ বছরের রেকর্ড ভাঙলেন তামিম-সাকিব

১১ বছরের রেকর্ড ভাঙলেন তামিম-সাকিব

টি-টোয়েন্টি সিরিজে ডাক পেলেন সৌম্য-আরিফুল

টি-টোয়েন্টি সিরিজে ডাক পেলেন সৌম্য-আরিফুল

বাংলাদেশ ‘এ’ দলে মোমিনুল, সৌম্য ও তাসকিন

বাংলাদেশ ‘এ’ দলে মোমিনুল, সৌম্য ও তাসকিন