অঘোষিত ফাইনালে কে হাসবে শেষ হাসি?

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:২২ পিএম, ২৭ জুলাই ২০১৮
অঘোষিত ফাইনালে কে হাসবে শেষ হাসি?

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের অঘোষিত ফাইনালে শনিবার (২৮ জুলাই) মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ম্যাচে বাংলাদেশ ও দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজ জয় পাওয়ায় সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেটি রূপ নিয়েছে অঘোষিত ফাইনালে। ফলে এ ম্যাচের বিজয়ী দল জিতে নেবে ওয়ানডে সিরিজ।

শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় যুক্তরাষ্ট্রের বাসেটেরেতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। সফরের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের কাছে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ। তবে ওয়ানডে সিরিজের শুরু থেকেই অন্য এক বাংলাদেশকে দেখতে পারে ক্রিকেট বিশ্ব।

ব্যাট-বল হাতে চৌকুস নৈপুণ্য প্রদর্শন করে সিরিজের প্রথম ওয়ানডে ৪৮ রানে জিতে নেয় বাংলাদেশ। ওপেনার তামিম ইকবালের অপরাজিত ১৩০ ও সাকিব আল হাসানের ৯৭ রানের সুবাদে ৫০ ওভারে ৪ উইকেটে ২৭৯ রান করে বাংলাদেশ। জবাবে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার ৪ উইকেট শিকারে ৯ উইকেটে ২৩১ রান পর্যন্ত যেতে সমর্থ হয় ওয়েস্ট ইন্ডিজ। ফলে জয় দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করে মাশরাফির দল।

আরও পড়ুন> ম্যাচ হেরে মাশরাফির কণ্ঠে হতাশা ও ক্ষোভ

সিরিজের দ্বিতীয় ম্যাচেও জয়ের পথ তৈরি করেছিল বাংলাদেশ। তবে তীরে গিয়ে তরী ডুবিয়েছেন মাশরাফিরা। মিডল-অর্ডার ব্যাটসম্যান শিমরোন হেটমায়ারের ৯৩ বলে ১২৫ রানের সুবাদে ২৭১ রানের লড়াকু স্কোর পায় ওয়েস্ট ইন্ডিজ। এ ম্যাচে বাংলাদেশের সফল বোলার ছিলেন রুবেল হোসেন। ৯ ওভারে ৬১ রানে ৩ উইকেট নেন তিনি। জয়ের জন্য ২৭২ রানের টার্গেটে খেলতে নেমে ওপেনার এনামুলক হক বিজয় বিধ্বংসী রূপ ধারণ করেন। তার ৯ বলে ২৩ রানে মারমুখী মেজাজে শুরু করে টাইগাররা।

বিজয় ফিরে যাবার পরও রানের চাকা সচল রেখেছিলেন বাংলাদেশের আরেক ওপেনার তামিম ও তিন নম্বরে ব্যাট হাতে নামা সাকিব আল হাসান। পাওয়ার প্লে শেষে স্কোরবোর্ডে ১ উইকেটে ৭৯ রান রাখেন তামিম ও সাকিব। কিন্তু দলীয় ১২৯ রানে তামিম ও ১৪৫ রানে সাকিব ফিরে যাবার পর চাপে পড়ে যায় বাংলাদেশ।

আরও পড়ুন> ছয় বছর পর বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ

এরপর বাংলাদেশকে চাপমুক্ত করেন মুশফিকুর রহিম ও মাহমুুদুল্লাহ রিয়াদ। ৯৫ বলে ৮৭ রানের জুটি গড়েন তারা। ৩৯ রান করে মাহমুুদুল্লাহ রান আউট হয়ে ফিরে গেলে সাব্বির রহমানকে নিয়ে ২৩ বলে ৩২ রান যোগ করে বাংলাদেশকে জয়ের স্বপ্ন দেখান মুশফিক। তবে ৪৯তম ওভারের শেষ বলে সাব্বির ও ৫০তম ওভারের প্রথম বলে মুশফিক ফিরে গেলে ম্যাচ নিয়ে চিন্তায় পড়ে যায় বাংলাদেশ।

শেষ পাঁচ বলে ৮ রান দরকার পড়লেও মাত্র ৩ রানে হেরে যায় বাংলাদেশ। ৫০ ওভারে ৬ উইকেটে ২৬৮ রান করতে পারে বাংলাদেশ।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এখন পর্যন্ত ৭টি ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে ওয়েস্ট ইন্ডিজ ৫টি ও বাংলাদেশ ২টিতে জিতেছে। মুখোমুখি লড়াইয়েও এগিয়ে ক্যারিবীয়রা। ৩০ ম্যাচের মধ্যে ২০টি জিতে ওয়েস্ট ইন্ডিজ, ৮টিতে জয় পায় বাংলাদেশ। ২০১২ সালে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ। এখন শনিবারের দিকে তাকিয়ে থাকতে হবে কে হাসকে শেষ হাসি।

বাংলাদেশ দল (সম্ভাব্য)
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক বিজয়, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি ও আবু জায়েদ চৌধুরি রাহি।

ওয়েস্ট ইন্ডিজ দল (সম্ভাব্য)
জেসন হোল্ডার (অধিনায়ক), দেবেন্দ্র বিশু, ক্রিস গেইল, শিমরন হেটমায়ার, শাই হোপ, আলজারি জোসেফ, এভিন লুইস, জেসন মোহাম্মদ, অ্যাশলে নার্স, কেমো পল, কাইরান পাওয়েল, রোভম্যান পাওয়েল ও আন্দ্রে রাসেল।


শেয়ার করুন :


আরও পড়ুন

হতাশা কাটিয়ে বাংলাদেশের দুর্দান্ত জয়

হতাশা কাটিয়ে বাংলাদেশের দুর্দান্ত জয়

১১ বছরের রেকর্ড ভাঙলেন তামিম-সাকিব

১১ বছরের রেকর্ড ভাঙলেন তামিম-সাকিব

শেষ সময়ে হেরে বসলো বাংলাদেশ

শেষ সময়ে হেরে বসলো বাংলাদেশ

ম্যাচ হেরে মাশরাফির কণ্ঠে হতাশা ও ক্ষোভ

ম্যাচ হেরে মাশরাফির কণ্ঠে হতাশা ও ক্ষোভ