নিউজিল্যান্ডের রেকর্ড রানে পাকিস্তানের রেকর্ড জয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:২৮ পিএম, ৩০ এপ্রিল ২০২৩
নিউজিল্যান্ডের রেকর্ড রানে পাকিস্তানের রেকর্ড জয়

ড্যারিল মিচেলের টানা দ্বিতীয় সেঞ্চুরি ও ক্যারিয়ার সেরা ইনিংসে ৩৩৬ রানের সংগ্রহ গড়েছিল নিউজিল্যান্ড। যা পাকিস্তানের মাটিতে ওয়ানডে ইতিহাসে নিজেদের সর্বোচ্চ রান; তাতেও রক্ষা পেল না সফরকারীরা। ব্যাট হাতে জ্বলে উঠা ফখর জামানের টানা তৃতীয় সেঞ্চুরিতে রেকর্ড গড়ে জয় তুলে নিয়েছে পাকিস্তান।

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো তিন শতাধিক রানের লক্ষ্য তাড়া করে জিতলো পাকিস্তান। এর মধ্য দিয়ে ২০ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেছে। নিউজিল‍্যান্ডের বিপক্ষে এর আগে ২০০৩ সালে লাহোরে ২৯২ রানের লক্ষ‍্য তাড়া করে জিতেছিল পাকিস্তান।

শনিবার (২৯ এপ্রিল) রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সফরকারী নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে দিয়েছে পাকিস্তান। নিউজিল্যান্ডের দেওয়া ৩৩৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১০ বল বাকি থাকতেই জয় তুলে নেয় স্বাগতিকরা। ব্যাট হাতে ওপেনিংয়ে নেমে অপরাজিত ১৮০ রানের ইনিংস খেলেন ফখর জামান।

টস হেরে প্রথমে ব‍্যাট করতে নেমে ষষ্ঠ ওভারে উদ্বোধনী জুটি ভাঙে নিউজিল্যান্ডের। তৃতীয় উইকেট জুটিতে আক্রমণাত্মক ব‍্যাটিং করেন মিচেল ও টম ল্যাথাম। ১৫৯ বলে তারা উপহার দেন ১৮৩ রানের জুটি।

১০২ বলে ক‍্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি করেন মিচেল। তাদের ঝড়ো ব‍্যাটিংয়ে শেষ ১১ ওভারে ১০৭ রানের সংগ্রহ গড়ে নিউজিল‍্যান্ড। এরপর মিচেলকে ফিরিয়ে ১৮৩ রানের জুটি ভাঙেন নাসিম শাহ। আর সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ৯৮ রানে থামেন ল‍্যাথাম।

শেষ পর্যন্ত ৫০ ওভারে নিউজিল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ৩৩৬, যা পাকিস্তানের মাটিতে ওয়ানডে ফরম্যাটে নিউজিল্যান্ডের সর্বোচ্চ রানের সংগ্রহ। বল হাতে ৭৮ রানে ৪ উইকেট নেন গতিময় পেসার রউফ। বাকি উইকেটটি শিকার করেন নাসিম।

৩৩৭ রানের লক্ষ্যে ব্যাট করতে মেনে শুরু এনে দেন ইমাম-উল-হক ও ফখর। দশম ওভারে ইমাম ফিরলে ৬৬ রানের উদ্বোধনী জুটি ভাঙে পাকিস্তানের। এরপর ফিফটি করার পর বেশি দূর যেতে পারেননি অধিনায়ক বাবর আজম।

ইশ সোধির এক ডেলিভারিতে বিদায় নেন তিনি। ৬৬ বলে ৬৫ রান করেন তিনি। এরপর আব্দুল্লাহ শফিকের দ্রুত বিদায়ে ম‍্যাচে ফেরার চেষ্টা করে নিউজিল‍্যান্ড। তবে পাল্টা আক্রমণে সফরকারীদের চেপে বসতে দেননি ফখর ও রিজওয়ান।

তাদের দু’জনের ৮৬ বলের জুটি থেকে আসে ১১৯ রান। রিজওয়ান অপরাজিত ৫৪ এবং ফখর ১৮০ রানের হার না মানা ইনিংস খেলে জয় তুলে মাঠ ছাড়ে পাকিস্তান। ম্যাচ সেরা হয়েছেন ফখর জামান।

এ জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা। সিরিজের প্রথম ম্যাচে ৫ উইকেটে জয় তুলে নিয়েছিল পাকিস্তান।


শেয়ার করুন :