ওয়ানডেতে ভারতের বিপক্ষে বাংলাদেশ ফেভারিট : জ্যোতি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৫২ পিএম, ১৫ জুলাই ২০২৩
ওয়ানডেতে ভারতের বিপক্ষে বাংলাদেশ ফেভারিট : জ্যোতি

মিরপুরে ভারতের টি-টোয়েন্টি সিরিজ হারলেও দুর্দান্ত খেলেছে বাংলাদেশের মেয়েরা। এবার একই মাঠে নিজেদের ফেভারিট ফরম্যাট ওয়ানডে সিরিজ খেলতে নামবে ট্রাইগ্রেসরা। ভারতীয় মেয়েদের বিপক্ষে ওয়ানডে সিরিজে নিজেদের এগিয়ে রাখছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। বলেন, “অবশ্যই বাংলাদেশকে ফেভারিট (ওয়ানডে সিরিজে) মনে করি।”

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রোববার (১৬ জুলাই) তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে ভারতীয় মেয়েদের মুখোমুখি হবে বাংলাদেশ। তিন ম্যাচের এই সিরিজটি আইসিসি উইমেন’স চ্যাম্পিয়শিপের অন্তর্ভুক্ত।

সিরিজ শুরুর আগের দিন শনিবার (১৫ জুলাই) ট্রফি উন্মোচন ও সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন দুই দলের অধিনায়ক। সেখানেই এক প্রশ্নের জবাবে বাংলাদেশের অধিনায়ক বলেন, “অবশ্যই বাংলাদেশকে ফেভারিট (ওয়ানডে সিরিজ) মনে করি। কারণ শেষ ম্যাচটায় (টি টোয়েন্টি) আমাদের জয় আছে। এখন সংস্করণ বদল হোক বা যাই হোক, আমি আমাদেরই (ওয়ানডে সিরিজ) এগিয়ে রাখব।”

ওয়ানডে ফরম্যাটে ভারতীয় মেয়েদের বিপক্ষে এখন পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলেছে বাংলাদেশের মেয়েরা। তবে একটি ম্যাচেও জয় পায়নি টাইগ্রেসরা। সর্বশেষ বিশ্বকাপে ভারতের বিপক্ষে ওয়ানডে ম্যাচ খেলেছে বাংলাদেশ।

তবে ঘরের মাঠে তিন ম্যাচে টি-টোয়েন্টি সিরিজে হেরে গেলেও শেষ দুই ম্যাচে দারুণ খেলেছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে জয়ের কাছে গিয়েও শেষ পর্যন্ত পৌঁছাতে পারেনি। অধিনায়কের কণ্ঠেও অতীত নিয়ে চিন্তা না করার কথা শোনা গেল।

নিগার সুলতানা বলেন, “আমার মনে হয়, আমরা যদি দলগতভাবে ভালো পারফরম্যান্স করতে পারি, সবার মধ্যে যদি ইতিবাচকতা থাকে, আমরা নিজেদেরই এগিয়ে রাখবো এ সংস্করণে। আমার মনে হয়, শেষ (টি-টোয়েন্টি) ম্যাচ জেতার পর তারাও আমাদের নিয়ে আরও পরিকল্পনা করছে। যেটা আমাদের জন্য ইতিবাচক দিক।”

তিনি বলেন, “আগের পাঁচটা ম্যাচের (ভারতের বিপক্ষে) কয়টা ম্যাচ আমরা বিশ্বকাপে খেলেছি?। এর আগে? ২০১২-১৩ সালের দিকে। সেটা বিষয় না। আমরা এ সংস্করণটা ভালো খেলি। দল হিসেবে আমরা বেশি আত্মবিশ্বাসীও থাকি। কারণ, সময়টা বেশি পাওয়া যায়। হিসেব কষে খেলা যায়। আমাদের যেহেতু লম্বা ব্যাটিং লাইন-আপ, সবাই সময় নিতে পছন্দ করে, সেটেল হয়ে খেলতে পছন্দ করে। সবারই ইতিবাচক ক্রিকেট খেলার মনোভাব থাকবে।”

জিততে জিততে হেরে যাওয়ার অনেক রেকর্ড রয়েছে বাংলাদেশ দলে। টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচেও এমন ঘটনা ঘটেছে। তবে নিগার সুলতানা জ্যোতি জানালেন, সেই ধাপ পার করে এসেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

নিগার সুলতানা জ্যোতি আরও বলেন, “এরই মধ্যে আমরা ওই ধাপটা পার করে চলে এসেছি যে, জিততে জিততে হারলাম এবং আরও একটা ম্যাচ জিতলাম। এখন পর্যন্ত মনে হয়, দলটা ভালো একটা মোমেন্টাম পেয়েছে। সবার তো ইচ্ছা থাকবে, সবারই প্রত্যাশা যে, প্রথম থেকেই যেন আমরা কোনো ভুল না করি। এই সিরিজটা যেন আমরা খুব ভালোভাবে শুরু করতে পারি।”

তিনি বলেন, “অধিনায়ক হিসেবে আমার ইচ্ছা হলো, ইতিবাচক ক্রিকেট খেলার। আমরা যে পরবর্তী ধাপ নিয়ে চিন্তা করছি বা যার জন্য ক্রিকেট বোর্ডের আমাদের ওপর এতো বিনিয়োগ বা আমাদের সুযোগ-সুবিধা বাড়িয়ে দিয়েছে। আমরা যা চেয়েছি, তার চেয়েও বেশি পাচ্ছি। তো সেটার একটা প্রতিদান দেওয়ার সময় এসেছে।”


শেয়ার করুন :