বাঁ-হাতি স্পিনে কুপোকাত ওয়েস্ট ইন্ডিজ, ভারতের জয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৪২ এএম, ২৮ জুলাই ২০২৩
বাঁ-হাতি স্পিনে কুপোকাত ওয়েস্ট ইন্ডিজ, ভারতের জয়

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বোলারদের নৈপুণ্যে সিরিজের প্রথম ওয়ানডেতে ৫ উইকেটে জয় পেয়েছে ভারত। দুই বাঁ-হাতি স্পিন কুলদীপ যাদব ও রবীন্দ্র জাদেজা বোলিং তোপে ১৪৪ রানেই গুটিয়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। এ জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত।

বৃহস্পতিবার (২৭ জুলাই) ব্রিজটাউনে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্বান্ত নেয় ভারত। ব্যাট হাতে নেমে তৃতীয় ওভারে দলীয় ৭ রানে প্রথম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ।

ওপেনার কাইল মায়ার্সকে ২ রানে শিকার করেন হার্ডিক পান্ডিয়া। দ্বিতীয় উইকেটে দলের ইনিংস মেরামত করছিলেন ব্রান্ডন কিং ও আলিক আথানাজে। জুটিতে ৩১ বলে ৩৮ রান উঠার বিচ্ছিন্ন হন তারা।

২২ রান করা আথানাজেকে শিকার করেন অভিষেক ম্যাচ খেলতে নামা পেসার মুকেশ কুমার। কিছুক্ষণ বাদে ব্রান্ডন কিংকে ১৭ রানে শিকার করেন আরেক পেসার শারদুল ঠাকুর। দলীয় ৪৫ রানেই ৩ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ।

এ অবস্থায় বড় জুটির চেষ্টা করেন অধিনায়ক শাই হোপ ও শিমোরন হেটমায়ার। দলের স্কোর ১শর পথেই নিয়ে যাচ্ছিলেন তারা। দলীয় ৮৮ রানে হেটমায়ারকে (১১) শিকার করে ভারতকে ব্রেক-থ্রু এনে দেন স্পিনার রবীন্দ্র জাদেজা। জুটিতে ৪৫ বলে ৪৩ রান তুলেন হোপ-হেটমায়ার।

চতুর্থ ব্যাটার হিসেবে হেটমায়ারের আউটের পর ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংয়ে ধ্বস নামান জাদেজা ও কুলদীপ যাদব। এতে ২৩ ওভারে ১১৪ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ২৬ রানে শেষ ৭ উইকেট হারায় তারা।

দলের পক্ষে সর্বোচ্চ ৪৩ রান করেন হোপ। ভারতের জাদেজা ৩৭ রানে ৩টি ও কুলদীপ ৬ রানে ৪ উইকেট নেন। এই প্রথম ওয়ানডেতে ভারতের কোন বাঁ-হাতি স্পিন জুটি ৭ উইকেট শিকার করলো।

জবাবে ব্যাটিং নিয়ে পরীক্ষায় নিরিক্ষায় থাকা ভারতের ইনিংস শুরু করেন শুভমান গিল ও ইশান কিশান। ৭ রানে থামেন গিল। তিন নম্বরে নেমে ১৯ রানে বিদায় নেন সূর্যকুমার যাদব। মিডল অর্ডারে পান্ডিয়া ৫, শারদুল ঠাকুর ১ রানে আউট হন।

এক প্রান্ত আগলে রানের চাকা ঘুড়িয়েছেন ইশান কিশান। ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ হাফ-সেঞ্চুরি তুলে ৫২ রানে থামেন তিনি। ৪৬ বল খেলে ৭টি চার ও ১টি ছক্কা মারেন উইকেটরক্ষক কিশান।

ফলে ৯৭ রানে ৫ উইকেট হারায় ভারত। এরপর ৩৩ বলে অবিচ্ছিন্ন ২১ রান করে ভারতের জয় নিশ্চিত করেন জাদেজা ও সাত নম্বরে নামা রোহিত। জাদেজা ১৬ ও রোহিত ১২ রানে অপরাজিত থাকেন। ওয়েস্ট ইন্ডিজের গুদাকেশ মোটি ২ উইকেট নেন।


শেয়ার করুন :