ব্যাটিং ব্যর্থতায় ৮ উইকেটে ১৩৩ রানে দিন শেষ করেছিল বাংলাদেশ। তৃতীয় দিন লক্ষ্য ছিল অন্তত ফলো-অনে না পড়া। তবে সেটিও আর হলো না। বাকি দুই উইকেট মাত্র ১৭ রান যোগ করতে পেরেছে বাংলাদেশ। ১৫০ রানেই গুটিয়ে গেছে টাইগারদের প্রথম ইনিংস।
এদিকে, ২৫৪ রানের লিড পেলেও বাংলাদেশকে ফলো-অন করাচ্ছে না ভারত। নিজেদের দ্বিতীয় ইনিংসে আবারও ব্যাট করছে কেএল রাহুলরা।
চট্টগ্রাম টেস্টে ভারতের ৪০৪ রানের জবাবে দ্বিতীয় দিনে প্রথম ইনিংসে ৮ উইকেটে ১৩৩ রানে করেছিল বাংলাদেশ। খাদের কিনারায় পড়ে যাওয়ায় এ অবস্থায় প্রথম টেস্ট বাঁচানো কঠিনই ছিল। ২৭১ রানে পিছিয়ে দিন শেষ করায় ফলো-অন এড়াতে আরও ৭২ রান প্রয়োজন ছিল বাংলাদেশের।
উইকেটে ছিলেন ইবাদত হোসেন এবং মেহেদী হাসান মিরাজ। মিরাজ থাকায় তৃতীয় দিনে ফলো-অন এড়ানোর আশা ছিল। তবে দিনে শুরুতে সেই একই অবস্থা। কুলদিপের স্পিন লেগ স্টাম্পের বাইরে দিয়ে যাওয়ার সময় খোঁচা মারে ইবাদত। বল কিপারের হাতে ধরা পড়লে ১৪৪ রানে নবম উইকেট হারায় বাংলাদেশ।
ইবাদতকে ফিরেয়ে চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে পঞ্চম উইকেট শিকার করেন কুলদিপ যাদব। ইবাদত ফিরে যাওয়ার পর মিরাজও শিকার হন স্পিনে।
বাঁহাতি স্পিনার আক্ষর প্যাটেলের বল বেরিয়ে গিয়ে খেলতে গিয়ে ঠিক মতো খেলতে পারেননি মিরাজ। অনেকটা এগিয়ে যাওয়ায় আর ফিরে আসা সম্ভব হয়নি। তার আগেই বাকি কাজটুকু সারেন রিশাভ পান্ত। বাংলাদেশ গুটিয়ে যায় ঠিক ১৫০ রানে।
শুক্রবার (১৬ ডিসেম্বর) বন্দর নগরীতে খেলতে নেমে এক ঘণ্টাও ব্যাট করতে পারেনি বাংলাদেশ। প্রথম ইনিংস থেকে ২৫৪ রানের লিড পায় সফরকারী ভারত। তবে ভারতের সামনে ফলো-অন করানোর সুযোগ থাকলেও ঝুঁকি নেয়নি।
স্পোর্টসমেইল২৪/আরএস
