ওয়ানডেতে মিরাজের প্রথম গোল্ডেন ডাক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৫১ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০২৩
ওয়ানডেতে মিরাজের প্রথম গোল্ডেন ডাক

ওয়ানডে ক্রিকেটে প্রথমবারের মতো গোল্ডেন ডাক মারলেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে লাহোরে পাকিস্তানের বিপক্ষে ১ বলে শূণ্যতে আউট হন মিরাজ। এর ফলে ওয়ানডে ক্যারিয়ারে প্রথম বলে আউট হওয়ার লজ্জার নজির গড়লেন মিরাজ।

ওয়ানডেতে প্রথম হলেও তিন ফরম্যাট মিলিয়ে পঞ্চমবারের মতো গোল্ডেন ডাক মারলেন মিরাজ। এর মধ্যে টেস্টে ও টি-টোয়েন্টিতে দু’বার করে এবং ওয়ানডেতে একবার প্রথম বলেই আউট হলেন তিনি।

৩৯ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে সর্বমোট ছয়বার, ৮০ ম্যাচের ওয়ানডেতে চারবার ও টি-টোয়েন্টিতে দু’বার শূণ্যতে আউট হয়েছেন মিরাজ। এর মধ্য দিয়ে পাকিস্তানের বিপক্ষে এ ম্যাচে মুদ্রার এপিট-ওপিট দু’টোই দেখলেন মিরাজ।

চলমান এশিয়া কাপে সোমবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ওপেনার হিসেবে নেমে ১১৯ বলে ১১২ রানের ইনিংস খেলেছিলেন মিরাজ। তবে দুই দিন প্রথম বলেই প্যাভিলিয়নের পথ ধরলেন তিনি।

ওয়ানডে ক্যারিয়ারে এখন পর্যন্ত (আজকের ম্যাচসহ) ৮০টি ম্যাচ খেলেছেন মিরাজ। যার মধ্যে ৫২ ইনিংসে ব্যাট হাতে ১ হাজার ৫ রান করেছেন। এ ফরম্যাটে দুটি সেঞ্চুরি ও দুটি ফিফটির মার রয়েছে।



শেয়ার করুন :