বাংলাদেশ বিশ্বকাপ দলে মাহমুদউল্লাহ, নেই তামিম

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:০৯ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২৩

গুঞ্জন শেষে সেটাই সত্য হলো, ভারত বিশ্বকাপে বাংলাদেশ দলে নেই ওপেনার তামিম ইকবাল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে অবসর থেকে ফিরে আসলেও বিশ্বকাপ দলে তাকে রাখা হলো না। তবে বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

ঘোষিত দলে অধিনায়ক সাকিব আল হাসানের সহকারী হিসেবে নাজমুল হোসেন শান্তকে রাখা হয়েছে। যদিও এর আগে ডেপুটি অধিনায়ক হিসেবে ছিলেন লিটন দাস।

এদিকে, ইনজুরির কারণে তামিম ইকবাল বাদ পড়লেও বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ। এর আগে দীর্ঘ সময় তাকে দলের বাইরে রেখে জুনিয়রদের নিয়ে পরীক্ষা চালানো হয়েছি।

জাতীয় দলের নির্বাচক প্যানেলের চেয়ারম্যান মিনহাজুল আবেদিন নান্নু বলেছেন, “পিঠে ইনজুরির কারণে তাকে (তামিম ইকবাল) দল থেকে বাদ দিতে হয়েছে। অধিনায়ক, প্রধান কোচ, মেডিকেল টিমসহ টিম ম্যানেজমেন্টের সাথে পরামর্শ করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটা নিশ্চিত হওয়া গেছে , যেকোন সময় তার ব্যথা পুনরায় দেখা দিতে পারে। এ জন্য তাকে নিয়ে আমরা ঝুঁকি নিতে পারি না।”

তামিমের ইনজুরি নিয়ে তিনি আরও বলেন, “একই ইনজুরি সমস্যা তার বার বার দেখা দিচ্ছে। দেশের এ যাবত কালের সেরা ব্যাটারদের একজন তামিম। তার ফিটনেসের অবস্থা বুঝতেই নিউজিল্যান্ড সিরিজে দলে ডেকেছিলাম। প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে। দ্বিতীয় ম্যাচে সে ব্যাটি ওফিল্ডিং করেছে। তবে তার পিঠে আবারো ব্যথা দেখা দিয়েছে। তৃতীয় ম্যাচে আরও খেলতে পারেনি।”

দল ঘোষণার পর এখন বুধবার (২৭ সেপ্টেম্বর) ভারতের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল। বিশ্বকাপ শুরুর আগে ২৯ সেপ্টেম্বর গুয়াহাটিতে শ্রীলঙ্কা এবং ২ আগস্ট প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল।

প্রস্তুতি ম্যাচ শেষে ধর্মশালায় ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ।

বিশ্বকাপে বাংলাদেশ দল
সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত (সহ অধিনায়ক), তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, শেখ মেহেদী, তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব, মাহমুদউল্লাহ রিয়াদ।


শেয়ার করুন :