ওপেনিংয়ে জুটির রেকর্ড ভাঙতে ২৪ বছর লাগলো টাইগারদের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৫২ পিএম, ১৯ অক্টোবর ২০২৩
ওপেনিংয়ে জুটির রেকর্ড ভাঙতে ২৪ বছর লাগলো টাইগারদের

ভারতের বিপক্ষে ব্যাট করতে নেমে ৯৩ রানের জুটি গড়েছেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম এবং লিটন কুমার দাস। আর এতেই ওয়ানডে বিশ্বকাপে নিজেদের সেরা উদ্বোধনী জুটির রেকর্ড গড়লেন বাংলাদেশের তানজিদ হাসান ও লিটন দাস।

২৪ বছর আগে বিশ্বকাপে উদ্বোধনী জুটিতে ব্যাট হাতে সর্বোচ্চ রানের জুটি গড়েছিলেন মেহেরাব হোসেন এবং শাহরিয়ার হোসেন। ৬৯ রান করে সেই রেকর্ড এতোদিন ধরে রেখেছিলেন তারা।

১৯৯৯ সালে নর্দাম্পটনে পাকিস্তানের বিপক্ষে উদ্বোধনী জুটিতে ৬৯ রান করেছিলেন মেহেরাব ও শাহরিয়ার। ওই ম্যাচে পাকিস্তানকে ৬২ রানে হারিয়েছিল বাংলাদেশ। ওই আসরেই বিশ্বকাপ অভিষেক হয়েছিল টাইগারদের।

বিশ্বকাপ অভিষেক আসরেই গড়া রেকর্ডটি এতো আর কোন ওপেনিং জুটি ভাঙতে পারেনি। অথচ বিশ্বকাপে আরও কত ম্যাচ খেলেছে বাংলাদেশ। দীর্ঘ ২৪ বছর পর নতুন করে ৯৩ রানের জুটির সর্বোচ্চ ওপেনিং রান পেল টাইগাররা।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) ভারতের বিপক্ষে উদ্বোধনী জুটিতে ৯৩ রানের মধ্যে তানজিদ ৪৩ বলে ৫১ রানের অবদান রেখে আউট হন। তার ইনিংসে ৫টি চার ও ৩টি ছক্কা ছিল। জুটিতে লিটনের অবদান ছিল ৪৫ বলে ৩৯ রান। শেষ পর্যন্ত ৭টি চারে ৮২ বলে ৬৬ রানে ফিরেন লিটন।


শেয়ার করুন :