বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন আনলো ইংল্যান্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৪১ পিএম, ২৩ অক্টোবর ২০২৩
বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন আনলো ইংল্যান্ড

চলমান বিশ্বকাপে বাজে অবস্থায় রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। এখন পর্যন্ত চার ম্যাচ খেলে মাত্র এক জয়ে পয়েন্ট টেবিলে ৯ নম্বরে রয়েছে ইংলিশরা। দলের এ অবস্থায় তারকা পেসার রিস টপলি ছিটকে যাওয়ায় হতাশা তৈরি হয়েছিল। অবশেষে টপলির বদলি হিসেবে আরেক পেসার ব্রাইডন কার্সকে যুক্ত করা হয়েছে।

টেবিলের তলানির দিকে থাকা ইংল্যান্ডের সেমিফাইনাল খেলাই এখন অনেকটা শঙ্কার মধ্যে রয়েছে। এর মাঝে দলের নির্ভরযোগ্য তারকা পেসার রিস টপলির ছিটকে যাওয়া ইংলিশদের জন্য বড় ধাক্কাই ছিল।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শনিবার ইংল্যান্ডের ম্যাচের সময় বাম তর্জনীতে আঘাত পেয়েছিন টপলি। পড়ে স্ক্যান রিপোর্টে আঙুল ভেঙে গেছে ধরা পড়লে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।

এদিকে, বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন আনতে হলে আইসিসির টেকনিক্যাল কমিটির অনুমোদন প্রয়োজন হয়। ইংল্যান্ড স্কোয়াডে রিস টপলি বদলি হিসেবে ব্রাইডন কার্সকে দলে যুক্ত করার বিষয়টি আইসিসির টেননিক্যাল কমিটি অনুমোদন দিয়েছে।

সোমবার (২৩ অক্টোবর) আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বলা হয়, টপলি টুর্নামেন্ট (বিশ্বকাপ) থেকে বাদ পড়ায় ১২টি ওয়ানডে খেলা কার্সকে বদলি হিসেবে ইংল্যান্ড দলে যুক্ত করার অনুমোদন দেওয়া হয়েছে।

চলমান বিশ্বকাপে এখন পর্যন্ত চারটি ম্যাচ খেলেছে বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে একমাত্র বাংলাদেশের বিপক্ষে ছাড়া নিউজিল্যান্ড, আফগানিস্তান এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পরাজয়ের স্বাদ নিয়েছে।

দশ দলের এ টুর্নামেন্টে পয়েন্ট টেবিলে ৯ নম্বরে অবস্থান করছে ইংল্যান্ড। দলের এ অবস্থায় লিগ পর্বের বাকি পাঁচ ম্যাচেই জয়ের কোন বিকল্প নেই ইংলিশদের সামনে।


শেয়ার করুন :