শ্রীলঙ্কার বিপক্ষে ফিল্ডিংয়ে বাংলাদেশ, খেলছেন না মোস্তাফিজ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:১০ পিএম, ০৬ নভেম্বর ২০২৩
শ্রীলঙ্কার বিপক্ষে ফিল্ডিংয়ে বাংলাদেশ, খেলছেন না মোস্তাফিজ

বিশ্বকাপে নিজেদের অষ্টম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। লঙ্কারদের বিপক্ষে এ ম্যাচে খেলছেন না মোস্তাফিজুর রহমান। তার পরিবর্তে একাদশে ফিরেছেন তানজিম হাসান সাকিব।

দিল্লিতে বাংলাদেশের ন্যায় শ্রীলঙ্কাও তাদের একাদশে একটি পরির্বতন এনেছে।

বিশ্বকাপ মঞ্চে শ্রীলঙ্কার বিপক্ষে কোন জয় নেই বাংলাদেশের। এখন পর্যন্ত বিশ্বকাপে চারবার মুখোমুখি হয়ে তিনবার জয় পেয়েছে শ্রীলঙ্কা। বাকি ১টি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে।

এছাড়া এখন পর্যন্ত ওয়ানডেতে ৫৩বার একে অপরের বিপক্ষে খেলেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। তবে জয়ের দিক দিয়ে এগিয়ে লঙ্কানরা। ৪২ ম্যাচে জিতেছে শ্রীলঙ্কা। বাংলাদেশ জিতেছে মাত্র ৯টিতে। বাকি ২টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।

চলতি বছরের গত আগস্টে এশিয়া কাপে সর্বশেষ ওয়ানডে ফরম্যাটে দেখা হয়েছিল বাংলাদেশ-শ্রীলঙ্কার। সেখানেও হারের মুখ দেখেছে বাংলাদেশ। এশিয়া কাপের গ্রুপ পর্বে বাংলাদেশকে ৫ উইকেটে এবং সুপার ফোরে ২১ রানে হারিয়েছিল শ্রীলঙ্কা।

এদিকে, চলমান বিশ্বকাপেও বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে শ্রীলঙ্কা। বাছাইপর্ব খেলে বিশ্বকাপে আসা দলটি এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ৭ নম্বরে রয়েছে তারা। যেখানে সমান সংখ্যক ম্যাচ খেলে মাত্র এক জয়ে পয়েন্ট টেবিলের ৯ নম্বরে রয়েছে বাংলাদেশ।

শ্রীলঙ্কার বিপক্ষে এ ম্যাচে জয় না পেলে রান রেটে পেছিয়ে পড়ে টেবিলের তলানীতে চলে যাবে টাইগার ক্রিকেটারা। সেক্ষেত্রে গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড ৯ম স্থানে উঠে আসবে।

বাংলাদেশ একাদশ
লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাওহিদ হৃদয়, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম এবং তানজিম হাসান সাকিব।

শ্রীলঙ্কা একাদশ
কুশাল পেরেরা, পথুম নিশাঙ্কা, কুসল মেন্ডিস (অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চরিথ আসালাঙ্কা, ধানাঞ্জায়া ডি সিলভা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, মহেশ থিকসানা, দিলশান মাদুশঙ্কা, কুশান রাজিথা ও দুশমন্থ চামিরা।


শেয়ার করুন :