ওয়ানডে র‌্যাংকিংয়ে সাকিবকে পিছনে ফেলে সেরা বোলার শরিফুল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:২২ পিএম, ২০ মার্চ ২০২৪
ওয়ানডে র‌্যাংকিংয়ে সাকিবকে পিছনে ফেলে সেরা বোলার শরিফুল

ওয়ানডে বোলিং র‌্যাংকিং তালিকায় বাংলাদেশের পক্ষে সেরা অবস্থানে উঠে এসেছেন বাঁ-হাতি পেসার শরিফুল ইসলাম। এক লাফে ১১ ধাপ এগিয়ে ২৪তমস্থানে উঠেছেন শরিফুল। ৫৫৫ রেটিং নিয়ে বাংলাদেশের কোন বোলারের এখন এটাই সেরা অবস্থান। সদ্য শেষ হওয়া শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ৫ উইকেট শিকারের সুবাদে র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে শরিফুলের।

বাংলাদেশের পক্ষে এ তালিকায় দ্বিতীয়স্থানে আছেন সাকিব আল হাসান। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে অনুপস্থিত থাকায় অবনতি হয়েছে তার। ৭ ধাপ পিছিয়ে ৩১তমস্থানে নেমে গেছেন তিনি।

শরিফুল-সাকিবের পর বাংলাদেশের পক্ষে তৃতীয় সেরা অবস্থানে আছেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। সিরিজে ৪ উইকেট নিয়ে ১২ ধাপ এগিয়ে ৩২ নম্বরে উঠেছেন এ অলরাউন্ডার।

৮ উইকেট নিয়ে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজে সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছিলেন টাইগার পেসার তাসকিন আহমেদ। এতে ২৭ ধাপ এগিয়ে ৪২তমস্থানে উঠেছেন তিনি। তাসকিনের কাছাকাছি আছেন আরেক পেসার মোস্তাফিজুর রহমান। পাঁচ ধাপ এগিয়ে ৪৪তমস্থানে উঠেছেন তিনি। ফিজের পর বাংলাদেশের আর কোন বোলারই র‌্যাংকিংয়ে শীর্ষ ১শর মধ্যে নেই।

৭১৬ রেটিং নিয়ে বোলিং তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজ।

ব্যাটিং তালিকায় বাংলাদেশের পক্ষে উন্নতি হয়েছে মুশফিকুর রহিম, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও তাওহিদ হৃদয়ের। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে ১৩৫ রান করে ছয় ধাপ এগিয়ে ২৬তমস্থানে উঠেছেন মুশফিক। বাংলাদেশের পক্ষে কোন ব্যাটারের বর্তমানে এটাই সেরা অবস্থান।

শ্রীলঙ্কা সিরিজে ১টি সেঞ্চুরিতে ১৬৩ রান করেছেন শান্ত। দশ ধাপ এগিয়ে ৩৯তমস্থানে উঠেছেন তিনি। ১টি হাফ-সেঞ্চুরিতে লঙ্কানদের বিপক্ষে ১২১ রান করে র‌্যাংকিংয়ে ১২ ধাপ এগিয়ে যৌথভাবে ৭৬তমস্থানে আছেন হৃদয়।

৮২৪ রেটিং নিয়ে ব্যাটিং তালিকায় শীর্ষে আছেন পাকিস্তানের বাবর আজম। ৩২০ রেটিং পয়েন্ট নিয়ে অলরাউন্ডার তালিকায় শীর্ষে আছেন আফগানিস্তানের মোহাম্মদ নবি। ২৯২ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে আছেন সাকিব আল হাসান।


শেয়ার করুন :