ফিরলেন কোহলি, শঙ্কা কাটিয়ে রয়েছেন ধোনিও

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:১৮ পিএম, ১২ অক্টোবর ২০১৮
ফিরলেন কোহলি, শঙ্কা কাটিয়ে রয়েছেন ধোনিও

এশিয়া কাপে খেলেননি ভারতের নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি। তাকে ছাড়াই রোহিত শর্মার নেতৃত্বে শেষ পর্যন্ত অপরাজিত দল ফাইনালে বাংলাদেশকে হারিয়ে এশিয়ার চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এদিকে সাময়িক বিরতির পর আবারও পঞ্চাশ ওভারের ক্রিকেটে অধিনায়কের ভূমিকায় মাঠে নামছেন বিরাট কোহলি।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বর্তমানে কোহলির নেতৃত্বেই টেস্ট খেলছে ভারত। সিরিজের প্রথম টেস্টে বিশাল ব্যবধানে জয়ও তুলে নিয়েছেন কোহলিরা। টেস্টের পর শুরু হবে ওয়ানডে সিরিজ। আর এ সিরিজের মধ্য দিয়ে আবারও ওয়ানডে ক্রিকেটে ফিরছেন কোহলি।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (বিসিসিআই)। ১৪ সদস্যের দলে না থাকার আশঙ্কা থাকা ধোনিকে রাখা হয়েছে। ফর্মের কারণে তাকে দলে নাও রাখা হতে এমন গুঞ্জন উঠলেও শেষ পর্যন্ত তাকে রেখেই দল ঘোষণা করেছে ভারত।

তবে ঘোষিত দলে ধোনির বিকল্প (উইকেট রক্ষক) হিসেবে দলে জায়গা পেয়েছেন তরুণ উইকেট রক্ষক ঋশভ পান্ত। ফলে ঘোষিত দলে ধোনির জায়গা হলেও মূল এতাদশ নিয়ে এখনো শঙ্কা রয়েই গেছে।

ঋশভ পান্ত ছাড়া ডান হাতি পেসার খলিল আহমেদ এশিয়া কাপের ভালো খেলার উপহার হিসেবে জায়গা পেয়েছেন। দলে রয়েছেন জাদেজাও।

আগামী ২১ অক্টোবর গুয়াহাটি অনুষ্ঠিত হবে প্রথম ওয়ানডে। দ্বিতীয় ম্যাচ হবে বিশাখাপত্তনমে। পাঁচ ম্যাচের এ সিরিজের প্রতিটি খেলাই হবে দিবারাত্রির।

ভারতের ঘোষিত ওয়ানডে দল
বিরাট কোহলি ( অধিনায়ক) , রোহিত শর্মা (সহ অধিনায়ক), শিখর ধাওয়ান, অম্বতি রাইডু, মণিশ পান্ডে, এম এস ধোনি (উইকেট রক্ষক), ঋশভ পান্ত, রবীন্দ্র জাদেজা, যুযুবেন্দ্র চাহল, কুলদীপ যাদব, মহম্মদ শামি, খলিল আহমেদ, শার্দূল ঠাকুর এবং কে এল রাহুল।


শেয়ার করুন :


আরও পড়ুন

ধোনির ফর্মে নির্ভর করছে ভারতের দল

ধোনির ফর্মে নির্ভর করছে ভারতের দল

টি-টোয়েন্টিতেও জয়ে শুরু দ. আফ্রিকার

টি-টোয়েন্টিতেও জয়ে শুরু দ. আফ্রিকার

জিম্বাবুয়ে সিরিজে নেই সাকিব-তামিম, চমক ফজলে রাব্বি

জিম্বাবুয়ে সিরিজে নেই সাকিব-তামিম, চমক ফজলে রাব্বি

জিম্বাবুয়ে সিরিজে টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ

জিম্বাবুয়ে সিরিজে টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ