শেষ ম্যাচেও টস জয় বাংলাদেশের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:১৬ পিএম, ২৬ অক্টোবর ২০১৮
শেষ ম্যাচেও টস জয় বাংলাদেশের

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজে শেষ ওয়ানডেতে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে এ তৃতীয় ওয়ানডে।

তিনটি পরিবর্তন নিয়ে তৃতীয় ওয়ানডের জন্য একাদশ সাজিয়েছে বাংলাদেশ। ফজলে মাহমুদ, মেহেদি হাসান মিরাজ ও মোস্তাফিজুর রহমান তৃতীয় ওয়ানডেতে সুযোগ পাননি। তাদের জায়গায় একাদশে ঢুকেছেন আরিফুল হক, আবু হায়দার ও সৌম্য সরকার। এ ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেক হচ্ছে আরিফুলের।

অন্যদিকে দু’টি পরিবর্তন রয়েছে জিম্বাবুয়ের একাদশেও। তেন্ডাই চাতারা ও ব্রেন্ডন মাভুতার পরিবর্তে একাদশে এসেছেন রিচার্ড এনগারাভা ও ওয়েলিংটন মাসাকাদজা।

বাংলাদেশ একাদশ
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), লিটন দাস, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিথুন, আরিফুল হক, আবু হায়দার, সৌম্য সরকার, মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ সাইফউদ্দিন, নাজমুল ইসলাম ও আবু হায়দার।

জিম্বাবুয়ে একাদশ
হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), চেপাস ঝুয়াও, ব্রেন্ডন টেইলর (উইকেটরক্ষক), সিন উইলিয়ামস, পিটার মুর, এলটন চিগুম্বুরা, সিকান্দার রাজা, ডোনাল্ড তিরিপানো, কাইল জার্ভিস, রিচার্ড এনগারাভা ও ওয়েলিংটন মাসাকাদজা।


শেয়ার করুন :


আরও পড়ুন

যেখানে জিম্বাবুয়ের কাছে হারের রেকর্ড নেই বাংলাদেশের

যেখানে জিম্বাবুয়ের কাছে হারের রেকর্ড নেই বাংলাদেশের

মুশফিকের ডাবল সেঞ্চুরি, বাংলাদেশের প্রথম

মুশফিকের ডাবল সেঞ্চুরি, বাংলাদেশের প্রথম

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ নিশ্চিত করলো বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ নিশ্চিত করলো বাংলাদেশ

টেন্ডুলকার-উইলিয়ামসনের পাশে ফজলে রাব্বি

টেন্ডুলকার-উইলিয়ামসনের পাশে ফজলে রাব্বি