ভারতের ২৮৯ রানের লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৩১ পিএম, ১২ জানুয়ারি ২০১৯
ভারতের ২৮৯ রানের লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

ছবি: ক্রিকইনফো

লোকেশ রাহুল ও হার্দিক পান্ডে ছাড়াই অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ খেলছে ভারত। শনিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়া টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়।

উসমান খাজা, শন মার্শ ও পিটারহ্যান্ডসম্বের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া ভারকে ২৮৯ রানের লক্ষ্য দেয়। এই তিন অসি ব্যাটসম্যান এ দিন অর্ধশত তুলে না।

ম্যাচের শুরুটা ভাল না হলেও অস্ট্রেলিয়ার মিডট অর্ডারের ব্যাটসম্যানরা দুর্দান্ত করেন। ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ বলেছিলেন দীর্ঘদিন পর তিনি ক্যারির সঙ্গে ওপেন করার জন্য মুখিয়ে রয়েছেন। বিগ ব্যাশ লিগে টানা তিনি এই পজিশনে সাফল্য পেয়েছেন। যার ফলে জাতীয় দলে ডাক পাওয়া। কিন্তু শুরুতে এই দুই ওপেনার রান তুলতে পারেন নি।

ক্যারি ২৪ ও ফিঞ্চ ৬ রান করে ফিরেন। এর পর তিন ও চার নম্বরে নেমে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের হাল ধরেন উসমান খাজা ও শন মার্শ। দু'জনের ব্যাট থেকেই আসে হাফ সেঞ্চুরি। খাজা ৮১ বলে ৫৯ রান করে আউট হন। অন্য দিকে ৭০ বলে ৫৪ রান করে ফিরেন শন মার্শ।

দুই ব্যাটসম্যান ফিরতেই অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেন পিটারহ্যান্ডসকম্ব ও মার্কাস স্তইনিস। হাফ সেঞ্চুরি করেন হ্যান্ডসকম্বও। তিনি থামেন ৪৭ ও গ্লেন ম্যাক্সওয়েল ১১ রান করে অপরাজিত থাকলেন।

কুলদীপ যাদব ও ভুবনেশ্বর কুমার দুটি করে উইকেট নেন। এক উইকেট রবীন্দ্র জাদেজা।


শেয়ার করুন :


আরও পড়ুন

নিষিদ্ধ হলেন রাহুল ও পান্ডিয়া

নিষিদ্ধ হলেন রাহুল ও পান্ডিয়া

পান্ডের অশালীন মন্তব্য নিয়ে যা বললেন কোহলি

পান্ডের অশালীন মন্তব্য নিয়ে যা বললেন কোহলি

নিষিদ্ধ হতে পারেন পান্ডে ও রাহুল

নিষিদ্ধ হতে পারেন পান্ডে ও রাহুল

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টিয়েন্টিতেও শ্রীলংকার হার

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টিয়েন্টিতেও শ্রীলংকার হার