নিষিদ্ধ সরফরাজবিহীন ম্যাচে জয় পেলো পাকিস্তান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:০৬ পিএম, ২৭ জানুয়ারি ২০১৯
নিষিদ্ধ সরফরাজবিহীন ম্যাচে জয় পেলো পাকিস্তান

ছবি: এফপি

পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমদের নিষিদ্ধ থাকায় দক্ষিণ আফ্রিকায় বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে শোয়েব মালিক অধিনায়কত্বের দায়িত্ব পালন করেন। সিরিজ বাঁচানোর ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৮ উইকেটে হারিয়ে ২-২ সমতায় আনলো পাকিস্তান। এদিন দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়রা পিংক রংয়ের জার্সি পড়েন।

টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। দক্ষিণ আফ্রিকা ব্যাটিংয়ে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই দলীয় তিন রানে ফিরে যান ওপেনার কুইন্টন ডি কক। এই ধাক্কা সামলে ওঠার আগেই দলীয় ১৮ রানে সাজ ঘরে ফিরেন ওয়ানডে ডাউনে নামা রেজা হেনড্রিকস। ডি কক নিজের শততম ম্যাচে শূন্য রানে ফিরেছেন। হেন্ডরিকস করেছেন ২ রান।

তৃতীয় উইকেট জুটিতেই অধিনায়ক ফাফ ডু প্লেসিসকে সঙ্গে নিয়ে ঘুরে দাঁড়ান অভিজ্ঞ ওপেনার হাশিম আমলা। দলীয় ১১৯ রানের মাথায় ডু প্লেসিসের বিদায়ে ভাঙে ১০১ রানের জুটি। স্কোর বোর্ডে তখন ২৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ১১৯।

তখনো ভালো স্কোর গড়ার ইঙ্গিত দিচ্ছিল আফ্রিকা। কিন্তু বাকি ৭ উইকেটে তারা স্কোর বোর্ডে যোগ করতে পারে মাত্র ৪৫ রান। ডেভিড মিলার থেকে শুরু করে শেষ ছয়জনের রান যথাক্রমে ৪, ১১, ০, ০, ২, ৫। অধিনায়ক ডু প্লেসিসের ব্যাট থেকে আসে ইনিংস সর্বোচ্চ ৫৯ রানের ইনিংস। এ ছাড়া ৫৭ রান করেন আমলা। ফলে ১৬৪ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা।

SA

পাকিস্তানের পক্ষে বল হাতে বড় ধাক্কা দেন উসমান সিনওয়ারি। তিনি নেন চার উইকেট। এছাড়া শাহীন শাহ আফ্রিদি ও শাদাব খানে দুটি করে উইকেট নেন। একটি করে উইকেট ইমাদ ওয়াসিম ও মোহাম্মদ আমিরের।

১৬৫ রানের সহ লক্ষ্যে নেমে ইমাম-উল হকের (৭১) ও ফখর জামানের (৪৪) রান করে সাজ ঘরে ফিরেন। পরে বাবর আজ ৪১ রানে অপরাজিত থেকে পাকিস্তানেকে ১১২ বল হাতে রেখে ৮ উইকেট জয় এনে দেন ।


শেয়ার করুন :


আরও পড়ুন

নিষিদ্ধ হলেন সরফরাজ

নিষিদ্ধ হলেন সরফরাজ

পাকিস্তানের টানা দ্বিতীয় হার

পাকিস্তানের টানা দ্বিতীয় হার

লিগ কাপের ফাইনালে ম্যানসিটি

লিগ কাপের ফাইনালে ম্যানসিটি

পাকিস্তানকে হারিয়ে সমতায় ফিরল দক্ষিণ আফ্রিকা

পাকিস্তানকে হারিয়ে সমতায় ফিরল দক্ষিণ আফ্রিকা