টেস্টের পর ওয়ানডে সিরিজও হারলো পাকিস্তান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৫১ এএম, ৩১ জানুয়ারি ২০১৯
টেস্টের পর ওয়ানডে সিরিজও হারলো পাকিস্তান

ছবি: এফপি

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে হোয়াটওয়াশ হয় পাকিস্তান। এবার ওয়ানডে সিরিজও হারলো তারা। তবে সিরিজে ছিল ২-২ সমতা! শেষ ম্যাচটা হয়ে যায় অলিখিত ফাইনাল।

কিন্তু সেই ম্যাচটা রোমাঞ্চ ছড়াল না। একেবারে অনায়াসে পাকিস্তানকে উড়িয়ে ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেতে সফরকারীদের ৭ উইকেটে হারাল প্রোটিয়ারা।

সব মিলিয়ে ৫ ম্যাচ ওয়ানডে সিরিজ ৩-২ ব্যবধানে জিতেছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।

বুধবার ব্যাট-বল দুটোতেই পাকিস্তানকে পাত্তা দেয়নি ফাফ ডু প্লেসিসের দল। কেপ টাউনে শুরুতে সফরকারীদের থামিয়ে দেয় ২৪০ রানে। জবাবে নেমে কুইন্টন ডি কক, ফাফ দু প্লেসি অার রাসি ফন ডার ডাসেনের ব্যাটিংয়ে হেসে-খেলে ৬০ বল বাকী থাকতেই জয়ের বন্দরে নোঙর করে তারা।

অলিখিত এই ফাইনালে টস ভাগ্য প্রোটিয়াদের পক্ষেই ছিল। যেখানে প্রথমে বল হাতে নিয়েই সাফল্য ধরা দেয় তাদের হাতে। ডেল স্টেইন তুলে নেন ইমাম-উল-হকের উইকেট। তবে দ্বিতীয় উইকেটে ৫৬ রান তুলেন ফখর জামান ও বাবর আজম। ২৫ ২৪ রানে ফিরেন বাবর।

আর ৭৩ বলে ৭০ রান তুলেন ফকর। এরপর সম্ভাবনা জাগিয়েও ফিরে যান শোয়েব মালিক, শাদাব খান। ইমাদ ওয়াসিমের ৩১ বলে ৪৭ রানের ইনিংস খেলল দুইশ ছাড়ায় সফরকারীরা।

এরপর জবাব দিতে নেমে হাশিম আমলা (১৪) অবশ্য ফিরে যান শুরুতেই। কিন্তু এরপর ডি কককে সামাল দিতে পারেনি পাকিস্তানি বোলাররা। রিজা হেনড্রিকসের ব্যাটও ছিল সাবলীল। ৩৩ বলে তুলেন ৩৪। ডি কক ৫৮ বলে ৮৩ রান।

এরপর দলকে অনায়াসে লক্ষ্যে নিয়ে যান ডু প্লেসিস ও রাসি ফন ডার ডাসেন। চতুর্থ উইকেটে ৯৫ রানের জুটি গড়েন তারা। মজার ব্যাপার হলো দু'জনের ব্যাটেই অপরাজিত ৫০।

এবার দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান মুখোমুখি হবে টি-টুয়েন্টি সিরিজে। শনিবার কেপটাউনে সিরিজের প্রথম ম্যাচ।

সংক্ষিপ্ত স্কোর-

পাকিস্তান: ৫০ ওভারে ২৪০/৮ (ইমাম ৮, ফখর ৭০, বাবর ২৪, হাফিজ ১৭, মালিক ৩১, রিজওয়ান ১০, শাদাব ১৯, ইমাদ ৪৭*; স্টেইন ১/৫১, রাবাদা ১/৪৩, প্রিটোরিয়াস ২/৪৬, মুল্ডার ১/২০, ফেলুকওয়ায়ো ২/৪২)।
দক্ষিণ আফ্রিকা: ৪০ ওভারে ২৪১/৩ (ডি কক ৮৩, আমলা ১৪, হেনড্রিকস ৩৪, দু প্লেসি ৫০*, ফন ডার ডাসেন ৫০*; উসমান ১/৪৩, শাহিন শাহ ১/৩৪, আমির ১/৪০)।
ফল: দক্ষিণ আফ্রিকা ৭ উইকেটে জয়ী
সিরিজ: ৫ ম্যাচ সিরিজে দক্ষিণ আফ্রিকা ৩-২ ব্যবধানে জয়ী
ম্যাচসেরা : কুইন্টন ডি কক
সিরিজসেরা : ইমাম-উল-হক


শেয়ার করুন :


আরও পড়ুন

নিষিদ্ধ সরফরাজবিহীন ম্যাচে জয় পেলো পাকিস্তান

নিষিদ্ধ সরফরাজবিহীন ম্যাচে জয় পেলো পাকিস্তান

নিষিদ্ধ হলেন সরফরাজ

নিষিদ্ধ হলেন সরফরাজ

পাকিস্তানের টানা দ্বিতীয় হার

পাকিস্তানের টানা দ্বিতীয় হার

পাকিস্তানের বিপক্ষে দলে ডাক পেলেন হেনড্রিকস

পাকিস্তানের বিপক্ষে দলে ডাক পেলেন হেনড্রিকস