ধোনিকে নিয়ে আইসিসির সতর্কতা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৫১ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০১৯
ধোনিকে নিয়ে আইসিসির সতর্কতা

ফাইল ছবি

‘উইকেটের পেছনে ধোনি থাকলে কখনোই ক্রিজ ছেড়ো না’- নিজেদের ভেরিফাইড সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এমন টুইট করেছে ক্রিকেটের প্রধান সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে পঞ্চম ও শেষ ওয়ানডে ম্যাচে প্রথমে ব্যাট করে ২৫২ রান করে ভারত। জবাবে ২১৭ রানে গুটিয়ে ৩৫ রানে ম্যাচ হারে নিউজিল্যান্ড। কিউইদের ইনিংস চলাকালীন ব্যাটসম্যান জেমস নিশামের বিপক্ষে স্পিনার কেদার যাদবের বলে এলবিডব্লু আবেদন করে ভারত। সেই আবেদনে সাড়া দেননি নন-স্ট্রাইকের আম্পায়ার। ঐ সময়ে সিঙ্গেলস নেওয়ার চেষ্টায় ক্রিজে ছেড়ে বাইরে চলে এসেছিলেন নিশাম।

এই ফাঁকে বল মাঠ থেকে কুড়িয়ে উইকেট ভেঙে দেন ভারতের উইকেটরক্ষক ধোনি। ফলে ৩২ বলে ৪৪ রান করে আউট হন নিশাম। তবে ধোনির করা সেই আউটটি সাথে সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। এই নিয়ে এখনো আলোচনা সর্বত্র। বাদ পড়েনি আইসিসিও।

ধোনির কার্যকলাপে বিশ্বের অন্যান্য ক্রিকেটারদের জন্য সাবধানী বার্তাও দিয়ে দেয় আইসিসি। ধোনি থেকে বাকি ব্যাটসম্যানদের সাবধান থাকার বার্তাই টুইটারে দিলো আইসিসি।


শেয়ার করুন :


আরও পড়ুন

তবুও ভারতের কাছে হারলো অসহায় নিউজিল্যান্ড

তবুও ভারতের কাছে হারলো অসহায় নিউজিল্যান্ড

কোহলি-ধোনিহীন ভারত ৯২ রানেই অলআউট

কোহলি-ধোনিহীন ভারত ৯২ রানেই অলআউট

নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করতে চায় কোহলিবিহীন ভারত

নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করতে চায় কোহলিবিহীন ভারত

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত করলো কোহলিরা

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত করলো কোহলিরা