বিশ্বকাপের ১০০ দিনের কাউন্টডাউন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:২২ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৯
বিশ্বকাপের ১০০ দিনের কাউন্টডাউন

মঙ্গলবার থেকে শুরু ১২তম ওয়ানডে বিশ্বকাপের বিশ্বকাপের ১০০ দিনের ক্ষণ গননা। চলতি বছরের ৩০ মে ইংল্যান্ড এন্ড ওয়েলসে বসতে যাচ্ছে আসন্ন বিশ্বকাপ। যা শেষ হবে ১৪ জুলাই। সর্বশেষ ১৯৯৯ সালে বিশ্বকাপ আয়োজন করেছিলো ইংল্যান্ড।

আসন্ন বিশ্বকাপে ১০টি দল অংশ নিবে। স্বাগতিক ইংল্যান্ড ছাড়াও থাকছে- বাংলাদেশ, ভারত, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, পাকিস্তান, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান।

আইসিসি ওয়ানডে র‌্যাংকিং-এ শীর্ষ আট দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পায়। তবে ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান বাছাই পর্ব খেলে মূল পর্বে জায়গা করে নেয়। এই দশ দলকে নিয়ে লিগ পর্ব অনুষ্ঠিত হবে। লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলের সেরা চার দল খেলবে সেমিফাইনাল। সেমি শেষে হবে ফাইনাল।

১১টি ভেন্যুতে এবারের আসরে মোট ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

২ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। ম্যাচটি হবে লন্ডনের ওভালে।


শেয়ার করুন :


আরও পড়ুন

৫০ ওভারের ম্যাচ তিন ওভারেই শেষ

৫০ ওভারের ম্যাচ তিন ওভারেই শেষ

বিশ্রামে মিঠুন খেলবেন মুমিনুল, সংশয়ে মুশফিক

বিশ্রামে মিঠুন খেলবেন মুমিনুল, সংশয়ে মুশফিক

একই দলে মাশরাফি-রুবেল-মিরাজ

একই দলে মাশরাফি-রুবেল-মিরাজ

টানা অষ্টমবারের মতো প্রিমিয়ার লিগের টাইটেল স্পন্সর ওয়ালটন

টানা অষ্টমবারের মতো প্রিমিয়ার লিগের টাইটেল স্পন্সর ওয়ালটন