বাংলাদেশি তিন নারী ক্রিকেটারের বোলিংয়ে সন্দেহ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:১১ পিএম, ০৪ মার্চ ২০১৯
বাংলাদেশি তিন নারী ক্রিকেটারের বোলিংয়ে সন্দেহ

১০ম প্রমিলা জাতীয় ক্রিকেট লিগ চলাকালে বাংলাদেশের তিন নারী ক্রিকেটারের বোলিংয়ে অ্যাকশন সন্দেহজনক মনে হয়েছে আম্পায়ারদের। তিন ক্রিকেটাররা হলেন আয়েশা রহমান, তাজিয়া আক্তার এবং সুবর্ণা ইসলাম।

কক্সবাজারের গত ২৪ ফেব্রুয়ারী থেকে ১০ম জাতীয় নারী ক্রিকেট লিগ শুরু হয়েছে। টুর্নামেন্টে ৮টি বিভাগীয় দল অংশ গ্রহণ করছে। ওয়ানডে ফরম্যাটে অনুষ্ঠিত হচ্ছে লিগটি। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে টুর্নামেন্টের খেলা হচ্ছে। সবগুলো ম্যাচ কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দুটি গ্রাউন্ডে অনুষ্ঠিত হচ্ছে।

নারী ক্রিকেট দলের ম্যানেজার নাজমুল আবেদিন ফাহিম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে জানান, ১০ম প্রমিলা জাতীয় ক্রিকেট লিগে খুলনা ডিভিশনের আয়েশা ও তাজিয়া আক্তার এবং খুলনা ডিভিশনের হয়ে খেলছেন সুবর্ণা ইসলাম। ম্যাচ চলাকালে আম্পায়ারদের ওই তিন বোলারদের বোলিংয়ে অ্যাকশন সন্দেহজনক মনে হয়।

তিনি আরো জানান, অভিযুক্ত তিন বোলারকে বিসিবির বোলিং অ্যাকশন কমিটির অধীনে পরীক্ষা দিতে হবে। তাই দ্রুতই তিনজনকে কক্সবাজার থেকে ঢাকায় পাঠানো হবে।


শেয়ার করুন :


আরও পড়ুন

সোমবার শুরু হচ্ছে নারী ক্রিকেট লিগ

সোমবার শুরু হচ্ছে নারী ক্রিকেট লিগ

নারীদের জন্য আইসিসির বয়সভিত্তিক বিশ্বকাপ

নারীদের জন্য আইসিসির বয়সভিত্তিক বিশ্বকাপ

নিউজিল্যান্ডের ফিল্ডিং সাজানো নিয়ে অবাক সৌম্য

নিউজিল্যান্ডের ফিল্ডিং সাজানো নিয়ে অবাক সৌম্য

র‌্যাঙ্কিংয়ে তামিম-মাহমুদউল্লাহ-সৌম্যর উন্নতি

র‌্যাঙ্কিংয়ে তামিম-মাহমুদউল্লাহ-সৌম্যর উন্নতি