বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারী মোস্তাফিজ-মাশরাফি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:০৭ পিএম, ১৮ মে ২০১৯
বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারী মোস্তাফিজ-মাশরাফি

বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারী হলেন কাটার মাস্টার বাঁ-হাতি পেসার মোস্তাফিজুর রহমান ও অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

দু’জনই ৬টি করে উইকেট নিয়েছে। তবে এই টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেট শিকার করেছেন ওয়েস্ট ইন্ডিজের পেসার শানন গ্যাব্রিয়েল। ৪ ইনিংসে ৮ উইকেট শিকার করেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৭টি উইকেট নেন ওয়েস্ট ইন্ডিজের অফ-স্পিনার অ্যাশলে নার্স।মোস্তাফিজ-মাশরাফি যৌথভাবে রয়েছেন তৃতীয়স্থানে।

ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের সেরা পাঁচ বোলারের পরিসংখ্যান

মোস্তাফিজুর রহমান
সিরিজে ৩ ইনিংসে ২৪ ওভার বল করেছেন মোস্তাফিজ। ১৭৭ রান দিয়ে ৬ উইকেট শিকার করেছেন তিনি। তার ইকোনমি এবার বেশিই ছিলো। ৭ দশমিক ৩৭। সিরিজে তার সেরা বোলিং ফিগার ৪৩ রানে ৪ উইকেট। লিগ পর্বে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেরা বোলিং করে ম্যাচ সেরা হন ফিজ।

মাশরাফি বিন মর্তুজা
মুস্তাফিজের মত ৬ উইকেট শিকার করেছেন মাশরাফিও। তবে এক ম্যাচ বেশি খেলেছেন তিনি। ৪ ইনিংসে ৩৪ ওভার বল করে ১৮৪ রানে ৬ উইকেট নেন ম্যাশ। লিগ পর্বে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১০ ওভারে ৪৯ রানে ৩ উইকেট এই টুর্নামেন্টে তার সেরা বোলিং ফিগার। ইকোনমি রেট- ৫ দশমিক ৪১।

আবু জায়েদ
এই সিরিজ দিয়ে ওয়ানডে অভিষেক ঘটে আবু জায়েদের। লিগ পর্বে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের রঙ্গীন পোশাকে প্রথম খেলতে নামেন তিনি। ঐ ম্যাচে আলো ছড়াতে পুরোপুরি ব্যর্থ জায়েদ। ৯ ওভারে ৫৬ রান দেন এই ডান-হাতি পেসার। তবে পরের ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে বড় চমক দেখান জায়েদ। ৯ ওভারে ৫৮ রান খরচ করে ৫ উইকেট নেন জায়েদ। বাংলাদেশের পক্ষে দ্বিতীয় উইকেট শিকারী জায়েদই।

মোহাম্মদ সাইফউদ্দিন
৩ ইনিংসে বাংলাদেশের পক্ষে ৪ উইকেট শিকার করেছেন সাইফউদ্দিন। ৪৩ রানে ২ উইকেটে শিকার তার সেরা বোলিং ফিগার। যেটি ছিলো স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে।

মেহেদি হাসান মিরাজ
এবারের আসরে নিজেকে ভালোভাবে মেলে ধরতে পারেননি অফ-স্পিনার মিরাজ। ৩ ইনিংসে মাত্র ৩ উইকেট নেন তিনি।


শেয়ার করুন :


আরও পড়ুন

প্রথমবারের মত চ্যাম্পিয়ন বাংলাদেশ

প্রথমবারের মত চ্যাম্পিয়ন বাংলাদেশ

বিশ্বকাপ আরও বেশি চ্যালেঞ্জিং হবে : মাশরাফি

বিশ্বকাপ আরও বেশি চ্যালেঞ্জিং হবে : মাশরাফি

বিশ্বকাপেও ভালো করবে বাংলাদেশ : মোসাদ্দেক

বিশ্বকাপেও ভালো করবে বাংলাদেশ : মোসাদ্দেক

শুধু জয়ের নায়ক নয়, রেকর্ডও গড়লেন মোসাদ্দেক

শুধু জয়ের নায়ক নয়, রেকর্ডও গড়লেন মোসাদ্দেক