ম্যাচসেরা পারফরমেন্সে সাকিবের বিশ্বরেকর্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৩৯ এএম, ০৩ জুন ২০১৯
ম্যাচসেরা পারফরমেন্সে সাকিবের বিশ্বরেকর্ড

ফাইল ফটো

বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দুর্দান্তভাবে শুরু করেছে বাংলাদেশ। জয় পাওয়া এ ম্যাচে বিশ্বরেকর্ড গড়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ওয়ানডে ক্রিকেটে দ্রুত ২৫০ উইকেট ও ৫ হাজার রানের নতুন বিশ্বরেকর্ড গড়ছেন তিনি।

রোববার (২ জুন) ইংল্যান্ডের কেনিংটন ওভালে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচে এ বিশ্বরেকর্ড গড়েন সাকিব। নিজের ১৯৯তম ম্যাচে ২৫০ উইকেট ও ৫ হাজার রানের মালিক এখন সাকিব আল হাসান। জয় পাওয়া এ ম্যাচে ম্যাচসেরাও হয়েছেন সাকিব।

ব্যাট হাতে ৫ হাজার রান আগেই পূর্ণ করেছিলেন সাকিব। রোববার ২৫০তম উইকেট শিকার করে বিশ্বরেকর্ড গড়েন তিনি। দক্ষিণ আফ্রিকার ওপেনার আইডেন মার্করামকে বোল্ড করে ওয়ানডেতে ২৫০তম উইকেট তুলে নেন সাকিব।

সাকিবের পর এ তালিকার দ্বিতীয়স্থানে রয়েছেন পাকিস্তানের আব্দুর রাজ্জাক। ২৫৮ ম্যাচে ২৫০ উইকেট ও ৫ হাজার রান করেছিলেন রাজ্জাক।

একই ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে ১১ হাজার রান পূর্ণ করেছেন সাকিব আল হাসান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে নামার আগে সাকিবের আন্তর্জাতিক ক্রিকেটে রান ছিল ১০ হাজার ৯৯৫। এ ম্যাচে তিন নম্বরে ব্যাট হাতে নেমে ইনিংসের ১১তম ওভারে পাঁচ রান পূর্ণ করেন সাকিব। এতেই আন্তর্জাতিক ক্রিকেটে ১১ হাজার রান পূর্ণ হয় তার।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় পাওয়া এ ম্যাচে শেষ পর্যন্ত ৮৪ বলে ৮টি চার ও ১টি ছক্কায় ৭৫ রান করেন সাকিব। এ ম্যাচের আগে ৫৫ টেস্টে ৩৮০৭, ১৯৮ ওয়ানডেতে ৫৭১৭ ও ৭২ টি-২০ ম্যাচে ১৪৭১ রান করেন সাকিব।


শেয়ার করুন :


আরও পড়ুন

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বাংলাদেশের দুর্দান্ত শুরু

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বাংলাদেশের দুর্দান্ত শুরু

১১ হাজারের ক্লাব যুক্ত হলো সাকিবের নাম

১১ হাজারের ক্লাব যুক্ত হলো সাকিবের নাম

বাংলাদেশিদের দখলে ছিল ওভালের স্টেডিয়াম

বাংলাদেশিদের দখলে ছিল ওভালের স্টেডিয়াম

পতাকা টাঙিয়ে সমর্থন জানাচ্ছেন টাইগার ভক্তরা

পতাকা টাঙিয়ে সমর্থন জানাচ্ছেন টাইগার ভক্তরা