নতুন মাইলফলকের সামনে সাকিব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৩১ এএম, ০৫ জুন ২০১৯
নতুন মাইলফলকের সামনে সাকিব

ফাইল ছবি

বাংলাদেশের তৃতীয় খেলোয়াড় হিসেবে ওয়ানডের ২শ’তম ম্যাচ খেলার দ্বারপ্রান্তে দলের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বিশ্বকাপে আজ বাংলাদেশের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নামলেই লাল-সবুজ জার্সি গায়ে ২শ’তম ম্যাচ খেলার মাইলফলক অর্জন করবেন সাকিব।

সাকিব এখন পর্যন্ত ১৯৯ ম্যাচে ব্যাট হাতে ৭টি সেঞ্চুরিতে ৫৭৯২ রান ও বল হাতে ২৫০ উইকেট শিকার করেছেন। তার অলরাউন্ড নৈপুণ্যে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২১ রানে হারায় বাংলাদেশ। ৭৫ রান ও ১ উইকেট নিয়ে ম্যাচের সেরা খেলোয়াড় হন তিনি।

সাকিবের আগে বাংলাদেশের হয়ে ২শ’ ম্যাচ খেলেছেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও উইকেটরক্ষক-সাবেক দলপতি মুশফিকুর রহিম।

মাশরাফি ২০৮টি ও মুশফিক ২০৬টি ম্যাচ খেলেছেন। চলতি বিশ্বকাপে আর ছয়টি ম্যাচ খেললেই বাংলাদেশের হয়ে চতুর্থ খেলোয়াড় হিসেবে ২শ’ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করবেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল।


শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশ দলের জন্য স্মরণীয় দিন : সাকিব

বাংলাদেশ দলের জন্য স্মরণীয় দিন : সাকিব

ম্যাচসেরা পারফরমেন্সে সাকিবের বিশ্বরেকর্ড

ম্যাচসেরা পারফরমেন্সে সাকিবের বিশ্বরেকর্ড

১১ হাজারের ক্লাব যুক্ত হলো সাকিবের নাম

১১ হাজারের ক্লাব যুক্ত হলো সাকিবের নাম

সাকিব পুরোপুরি সুস্থ : রোডস

সাকিব পুরোপুরি সুস্থ : রোডস