‘এ’ দলে ডাক পেয়েছেন জাতীয় দলের ৮ ক্রিকেটার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:১০ এএম, ৩০ জুন ২০১৯
‘এ’ দলে ডাক পেয়েছেন জাতীয় দলের ৮ ক্রিকেটার

ফাইল ফটো

আগামী মাসে আফগানিস্তান এ দলের বিপক্ষে সিরিজকে সামনে রেখে স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে আছেন ইমরুল কায়েস-এনামুল হক বিজয়দের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা।

দীর্ঘ বিরতির পর মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ এ দল। জাতীয় দলের বাইরের ক্রিকেটাররা এলিট ক্যাম্প, হাইপারফরম্যান্স ইউনিটের সাথে অনুশীলন করছিলেন এতদিন।

আগামী ৫ জুলাই থেকে আফগানিস্তান এ দলের বিপক্ষে বাংলাদেশ এ দলের সিরিজ শুরু হবে। এই সিরিজে থাকছে ২টি চারদিনের ম্যাচ ও ৫টি একদিনের ম্যাচ।

আসন্ন এই সিরিজকে সামনে রেখে শনিবার (২৯ জুন) ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। এই দলের আছেন জাতীয় দলের খেলা ৮ জন ক্রিকেটার। বিজয়, কায়েস, রকিবুলদের মতো অভিজ্ঞরা যেমন আছেন, তেমনি আছেন আফিফ, জাকির, অনিকদের মতো তরুণ ক্রিকেটাররা।

এ দলের ব্যাটিং বিভাগ সামলাবেন কায়েস, বিজয়, জাকির, রকিবুল, অনিক, নাইমরা। বিজয়, জাকির ও অনিক- এই ৩ জনই আবার উইকেটরক্ষক ব্যাটসম্যান।

অলরাউন্ডার হিসেবে আছেন তানবীর হায়দার, আফিফ হোসেন ধ্রুবরা। আফিফ সম্প্রতি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও (সিপিএল) ডাক পেয়েছেন।

বাংলাদেশের বোলিং আক্রমণের দায়িত্ব থাকবেন কামরুল ইসলাম রাব্বি, সালাউদ্দিন শাকিল,সানজামুল ইসলাম, তানভিরুল ইসলামরা। এছাড়া অলরাউন্ডার আফিফ অফস্পিন ও তানবীর হায়দার লেগ স্পিন করেন।

এক নজরে ১৪ সদস্যের বাংলাদেশ ‘এ’ স্কোয়াড : ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, জাকির হাসান, আফিফ হোসেন ধ্রুব, কামরুল ইসলাম রাব্বি, রকিবুল হাসান, তানবীর হায়দার চৌধুরী, সানজামুল ইসলাম, জাকের আলী অনিক, সালাউদ্দিন শাকিল, নাঈম শেখ, ইরফান হোসেন, সুমন খান, তানভিরুল ইসলাম।


শেয়ার করুন :


আরও পড়ুন

নিউজিল্যান্ডের চিন্তা বাড়িয়ে শীর্ষস্থান পোক্ত করলো অস্ট্রেলিয়া

নিউজিল্যান্ডের চিন্তা বাড়িয়ে শীর্ষস্থান পোক্ত করলো অস্ট্রেলিয়া

ইংল্যান্ড-বাংলাদেশকে নীচে নামিয়ে চারে নম্বরে পাকিস্তান

ইংল্যান্ড-বাংলাদেশকে নীচে নামিয়ে চারে নম্বরে পাকিস্তান

কমলা রঙের জার্সিতে খেলবে ভারত

কমলা রঙের জার্সিতে খেলবে ভারত

ভারতে না হলে ২০২৩ বিশ্বকাপ আয়োজনে ‘প্রস্তুত’ বাংলাদেশ

ভারতে না হলে ২০২৩ বিশ্বকাপ আয়োজনে ‘প্রস্তুত’ বাংলাদেশ