সাঙ্গাকারার রেকর্ডে ভাগ বসালেন রোহিত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:২২ পিএম, ০৩ জুলাই ২০১৯
সাঙ্গাকারার রেকর্ডে ভাগ বসালেন রোহিত

ছবি : গেটি ইমেজ

চলমান দ্বাদশ বিশ্বকাপে ইতোমধ্যেই চারটি সেঞ্চুরি করেছেন ভারতের ওপেনার রোহিত শর্মা। বাংলাদেশের বিপক্ষে ১০৪ রানের ইনিংসের মধ্যমে শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারার রেকর্ডে ভাগ বসিয়েছেন রোহিত।

বিশ্বকাপের ৪০তম ম্যাচে মঙ্গলবার (২ জুলাই) বার্মিংহামের এডজবাস্টনে বাংলাদেশের বিপক্ষে ৯২ বলে ১০৪ রানের নান্দনিক ইনিংস খেলে টুর্নামেন্টে চতুর্থ সেঞ্চরি করেন ভারতীয় এ ওপেনার। এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অপরাজিত ১২২, পাকিস্তানের বিপক্ষে ১৪০ ও ইংল্যান্ডের বিপক্ষে ১০২ রানের ইনিংস খেলেছিলেন রোহিত।

বিশ্বকাপের এক আসরে সবচেয়ে বেশি চারটি সেঞ্চুরি করেছিলেন শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা। গত আসরে ২০১৫ সালে বাংলাদেশ-ইংল্যান্ড-অস্ট্রেলিয়া-স্কটল্যান্ডের বিপক্ষে পরপর চার ম্যাচে সেঞ্চুরি করেছিলেন সাঙ্গা।

মেলবোর্নে বাংলাদেশের বিপক্ষে অপরাজিত ১০৫, ওয়েলিংটনে ইংল্যান্ডের বিপক্ষে অপরাজিত ১১৭, সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১০৪ ও হোবার্টে স্কটল্যান্ডের বিপক্ষে ১২৪ রান করেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক সাঙ্গাকারা।

এবারের ২০১৯ বিশ্বকাপে চারটি সেঞ্চুরি করে সাঙ্গার পাশে বসলেন রোহিত। বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করে শুধু সাঙ্কাকার পাশেই বষেননি তিনি। চলমান বিশ্বকাপের ৪০ ম্যাচ শেষে সর্বোচ্চ রান সংগ্রহকারীর তালিকায় শীর্ষেও উঠেছেন ভারতের ওপেনার রোহিত শর্মা।

৭ ম্যাচের ৭ ইনিংসে ৪টি সেঞ্চুরি ও ১টি হাফ-সেঞ্চুরিতে এখন পর্যন্ত ৫৪৪ রান করেছেন রোহিত। তবে তার পেছনেই রয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। ৮ ম্যাচের ৭ ইনিংস ব্যাট করে ২টি সেঞ্চুরি ও ৪টি হাফ-সেঞ্চুরিতে তিনি করেছেন ৫৪২ রান। মাত্র দুই রান পিছিয়ে থাকায় শীর্ষস্থান দখল করতে পারেননি সাকিব।

এছাড়া ৮ ম্যাচের ৮ ইনিংসে ২টি সেঞ্চুরি ও ৩টি হাফ-সেঞ্চুরিতে ৫১৬ রান নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার এবং ৮ ম্যাচের ৮ ইনিংসে ২টি সেঞ্চুরি ও ৩টি হাফ-সেঞ্চুরিতে ৫০৪ রান নিয়ে চতুর্থ স্থানে আছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ।


শেয়ার করুন :


আরও পড়ুন

ব্যাটিং ব্যর্থতায় ডুবলো বাংলাদেশ, সেমির স্বপ্নের মৃত্যু

ব্যাটিং ব্যর্থতায় ডুবলো বাংলাদেশ, সেমির স্বপ্নের মৃত্যু

ভারতকে পেয়ে আবারও বিধ্বংসী মোস্তাফিজ

ভারতকে পেয়ে আবারও বিধ্বংসী মোস্তাফিজ

ডাবল সেঞ্চুরির ম্যাচে হতাশ করেছেন তামিম

ডাবল সেঞ্চুরির ম্যাচে হতাশ করেছেন তামিম

তামিমকে নিয়ে যা বললেন মাশরাফি

তামিমকে নিয়ে যা বললেন মাশরাফি