বাংলাদেশ সিরিজে শ্রীলঙ্কার ২২ সদস্যের দল ঘোষণা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:২৩ পিএম, ১৯ জুলাই ২০১৯
বাংলাদেশ সিরিজে শ্রীলঙ্কার ২২ সদস্যের দল ঘোষণা

ছবি : গেটি ইমেজ, ফাইল ফটো

নিজ মাঠে সফরকারী বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য ২২ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। শুক্রবার (১৯ জুলাই) দিমুথ করুনারত্নের নেতৃত্বে এ দল ঘোষণা করা হয়।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের আগেই সূচি ঘোষণা করেছে শ্রীলঙ্কা। সূচি অনুযায়ী কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য সিরিজটি অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৬, ২৮ এবং ৩১ জুলাই।

এদিকে শ্রীলঙ্কা ২২ সদস্যের দল দল ঘোষণা করলেও বাংলাদেশের ঘোষিত দলে বেশ পরিবর্তন এসেছে। সফর উপলক্ষে শ্রীলঙ্কা যাওয়া আগের দিন অর্থাৎ শুক্রবার সন্ধ্যায় ইনজুরিতে আক্রান্ত হয়ে সিরিজ থেকে ছিটকে গেছেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

মাশরাফি ছাড়াও ইনজুরিতে আক্রান্ত হয়ে সিরিজ থেকে বাদ পড়েছেন সাইফউদ্দিন। পিঠের ইনজুরির কারণে তিনি খেলতে পারছেন না। এছাড়া ছুটির কারণে দলে আগে থেকেই নেই সাকিব আল হাসান।

নিয়মিত অধিনায়ক না থাকায় এখন তামিম ইকবালের নেতৃত্বে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশ দল। আর মাশরাফি-সাইফউদ্দিনের পরিবর্তে দলে ডাকা হয়েছে তাসকিন আহমেদ ও ফরহাদ রেজা।

শ্রীলঙ্কা দল
দিমুথ করুনারত্নে (অধিনায়ক), কুসল পেরেরা, আবিস্কা ফার্নান্দো, কুসল মেন্ডিজ, অ্যাঞ্জেলো ম্যাথুজ, লাহিরু থিরিমান্নে, শেহান জয়সুরিয়া, ধনঞ্জয়া ডি সিলভা, নিরোশান ডিকবেলা, দাসুন শানাকা, বান্দিু হাসারাঙ্গা, আকিলা ধনঞ্জয়া, আমিলা আপনসো, লক্ষণ সান্দাকান, লাসিথ মালিঙ্গা, নুয়ান প্রদীপ, কাসুন নাজিথা, লাহিরু কুমারা, থিসারা পেরেরা, ইসুরু উদানা, লাহিরু মুদাশাংকা।


শেয়ার করুন :


আরও পড়ুন

শ্রীলঙ্কা সফরে অধিনায়ক তামিম, দলে তাসকিন

শ্রীলঙ্কা সফরে অধিনায়ক তামিম, দলে তাসকিন

শ্রীলঙ্কা সফর থেকে ছিটকে গেলেন মাশরাফি

শ্রীলঙ্কা সফর থেকে ছিটকে গেলেন মাশরাফি

মাশরাফি-সাকিবদের কোচ চেয়ে বিসিবির বিজ্ঞপ্তি

মাশরাফি-সাকিবদের কোচ চেয়ে বিসিবির বিজ্ঞপ্তি

শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন না সাকিব

শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন না সাকিব