সাকিব মনে করেন তামিমের বিশ্রাম প্রয়োজন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:০৮ পিএম, ০১ আগস্ট ২০১৯
সাকিব মনে করেন তামিমের বিশ্রাম প্রয়োজন

গেল বিশ্বকাপে বলতে গেলে নিষ্প্রভ ছিলেন তামিম ইকবাল। এরপর শ্রীলঙ্কা সফরেও নিজেকে মোটেও মেলে ধরতে পারেননি অন্যতম গুরুত্বপূর্ণ এই ব্যাটসম্যান। তার এই পারফরম্যান্সের বিষয়ে সাকিব আল হাসান বলছেন, ‘একজন ক্রিকেটারের এমন খারাপ সময় আসতে পারাটাই স্বাভাবিক। আমার মনে হয় ওর জন্য এখন লম্বা সময়ের বিশ্রাম নেয়া দরকার, নিজেকে ফিরে পেতে এটা জরুরি। আমি নিশ্চিত তামিম এটা করবে।’

বিশ্বকাপে দারুণ পারফরম্যান্সের পর শ্রীলঙ্কা সফরে ছুটি নিয়েছিলেন সাকিব। এ বিষয়ে তার বক্তব্য- ‘আমার ধারণা মতে, একটা প্লেয়ার যখন সম্পূর্ণ তৈরি থাকে তার তখনই খেলা উচিৎ। যখন সে তৈরি না তখন তার খেলা উচিৎ না। পুরোপুরি ফিট না হয়ে খেলতে গেলে তার খেলাটা কঠিন হয়ে যায়।’

সাকিব আরও বলেন, যখন কেউ মনে করছে যে, আমার বিরতি নেয়া উচিৎ বা কোচিং স্টাফ থেকে মনে করছে যে কোনও খেলোয়াড়কে বিশ্রাম দেয়া উচিৎ। এই ব্যপারটা দুই পক্ষকেই বোঝা উচিৎ। কখন কার বিশ্রাম প্রয়োজন বা কখন কাকে বিশ্রাম দেয়া দরকার এই জিনিসগুলা বুঝে আমাদের এগিয়ে যাওয়া উচিৎ। এর জন্য বোর্ড, কোচিং স্টাফ এবং খেলোয়াড়দের মধ্যে ভালো সমন্বয় থাকা দরকার।

শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের হোয়াইটওয়াশ হওয়ার জন্য ফিটনেসকেই দায়ী করছেন সাকিব আল হাসান।


শেয়ার করুন :


আরও পড়ুন

‘লঙ্কাওয়াশ’ হলো বাংলাদেশ

‘লঙ্কাওয়াশ’ হলো বাংলাদেশ

জিম্বাবুয়ের কী হয় তার দিকে তাকিয়ে বিসিবি

জিম্বাবুয়ের কী হয় তার দিকে তাকিয়ে বিসিবি

‘লঙ্কাওয়াশ’ এড়াতে বাংলাদেশের সামনে রানের পাহাড়

‘লঙ্কাওয়াশ’ এড়াতে বাংলাদেশের সামনে রানের পাহাড়

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে টস হারলো বাংলাদেশ

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে টস হারলো বাংলাদেশ