আজ সুযোগ রোহিতের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:১৭ পিএম, ১৪ আগস্ট ২০১৯
আজ সুযোগ রোহিতের

পোর্ট অব স্পেনে সিরিজের তৃতীয় ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে যাওয়ার পর সিরিজের দ্বিতীয় ম্যাচে বিরাট কোহলির অধিনায়কোচিত শতরানের সঙ্গে ভুবনেশ্বর কুমারের দাপুটে বোলিংয়ে ক্যারিবিয়ানদের সহজেই হারিয়েছে টিম ইন্ডিয়া। আজ ম্যাচ জিতে সিরিজ জয়ের দিকেই নজর থাকবে কোহলিদের।

আগের ম্যাচে দুই কিংবদন্তিকে টপকে গেছেন বিরাট কোহলি। শেষ ম্যাচেও কোহলির জন্য অপেক্ষা করে রয়েছে এমন সুযোগ।

পিছিয়ে নেই রোহিত গুরুনাথ শর্মাও। আজকের ম্যাচে ভারতীয় হিসেবে যুবরাজকে ছাপিয়ে একদিনের ক্রিকেটে সর্বাধিক রান সংগ্রহের হিসেবে সাত নম্বরে উঠে আসার সুযোগ আছে রোহিতের সামনে। আর সেজন্য তার প্রয়োজন মাত্র ২৬ রান।

সদ্য আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো যুবরাজের একদিনের ক্রিকেটে রান ৮ হাজার ৭০১। সেখানে রোহিতের সংগ্রহ ৮ হাজার ৬৭৬ রানে। ২০১১ বিশ্বকাপ জয়ের কাণ্ডারি যুবরাজ ৩০৪টি ম্যাচ খেলে এই রান সংগ্রহ করেছিলেন। আর রোহিত খেলেছেন ২১৭।

যুবরাজকে টপকানোর পর রোহিতের সামনে থাকবেন- মহম্মদ আজহারউদ্দিন (৯,৩৭৮), মহেন্দ্র সিং ধোনি (১০,৭৭৩), রাহুল দ্রাবিড় (১০,৮৮৯), সৌরভ গাঙ্গুলি (১১,৩৬৩), বিরাট কোহলি (১১,৪০৬) এবং সচিন টেন্ডুলকার (১৮,৪২৬)।

অন্যদিকে গত ম্যাচে জাভেদ মিঁয়াদাদ, সৌরভ গাঙ্গুলির রেকর্ড ভেঙেছেন বিরাট। আর বুধবার ভারত অধিনায়কের সামনে প্রাক্তন ক্যারিবিয়ান ব্যাটসম্যান রামনারেশ সারওয়ানকে টপকে যাওয়ার সুযোগ। সেক্ষেত্রে কোহলির প্রয়োজন মাত্র ২৫ রান। তাহলেই প্রাক্তন উইন্ডিজ ব্যাটসম্যানকে টপকে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তাদের বিরুদ্ধে সর্বাধিক রানের মালিক হবেন বিরাট। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ৩টি শতরান সহ কোহলির এই মুহূর্তে সংগ্রহ ৬৭৬ রান। গড় ৬১.৪৫।

কুলদীপের সামনেও রয়েছে সুযোগ। আর মাত্র ৪টি উইকেট পেলেই একদিনের ক্রিকেটে ১০০ উইকেটের মালিক হবেন কুলদীপ। আর এ ম্যাচে সেটা সম্ভব হলে মহম্মদ শামিকে ছাপিয়ে দ্রুততম ভারতীয় বোলার হিসেবে শততম উইকেট শিকারি হবেন তিনি। ১০০ উইকেট নিতে ৫৬ ম্যাচ খেলতে হয়েছে শামিকে। কুলদীপের ঝুলিতে ৫৩ ম্যাচে ৯৬ উইকেট। অর্থাৎ, ক্যারিবিয়ান সফরে সম্ভব না হলেও পরবর্তীতে আরও একটি ম্যাচ কুলদীপ পাবেন শামিকে ছাপিয়ে দ্রুততম ১০০ উইকেট শিকারি হওয়ার জন্য।


শেয়ার করুন :


আরও পড়ুন

নেইমারের পেছনে এখনও ছুটছে বার্সা-রিয়াল

নেইমারের পেছনে এখনও ছুটছে বার্সা-রিয়াল

যেমন ছিল মোস্তাফিজের ঈদ উদযাপন

যেমন ছিল মোস্তাফিজের ঈদ উদযাপন

লর্ডস টেস্টে অস্ট্রেলিয়ার দল ঘোষণা, ফিরলেন স্টার্ক

লর্ডস টেস্টে অস্ট্রেলিয়ার দল ঘোষণা, ফিরলেন স্টার্ক

কমনওয়েলথ গেমসে ফিরছে ক্রিকেট, খেলবেন নারীরা

কমনওয়েলথ গেমসে ফিরছে ক্রিকেট, খেলবেন নারীরা