নেইমারের পেছনে এখনও ছুটছে বার্সা-রিয়াল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:২৭ পিএম, ১৪ আগস্ট ২০১৯
নেইমারের পেছনে এখনও ছুটছে বার্সা-রিয়াল

অনেক টাকা এবং তিন জন ভালো ফুটবলারকে পেলেই একমাত্র নেইমার দা সিলভা সান্তোস জুনিয়রকে ছাড়তে পারে প্যারিস সাঁ জারমাঁ (পিএসজি)। বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের কাছে এমনই শর্ত দিয়েছে প্যারিসের ক্লাবটি। স্পেনের সংবাদমাধ্যমের খবর, পিএসজি-র এই ধরনের দাবিতে বেশ হতাশ বার্সেলোনা। তারা তাই ব্রাজিলীয় তারকাকে নতুন করে ক্লাবে ফেরানোর আগ্রহ হারিয়ে ফেলছে।

স্পেনের সংবাদমাধ্যম দাবি করছে, নেইমারকে পাওয়ার দৌড়ে এখন বার্সাকে পেছনে ফেলে এগিয়ে গিয়েছে রিয়াল মাদ্রিদ। গত সপ্তাহেই জিনেদিন জিদানের সঙ্গে নিজের ছবি পোস্ট করে এ জল্পনা বাড়িয়েছিলেন খোদ নেইমার। অবশ্য এর আগে পুরোনো ক্লাব বার্সাকে নিয়েও বেশ ভালো ভালো কথা বলেছিলেন নেইমার। জানিয়েছিলেন, তাঁর জীবনের সব চেয়ে স্মরণীয় জয় চ্যাম্পিয়ন্স লিগে পিএসজিকে হারানো; যা বার্সার ভক্তদের খুশি করলেও প্যারিসের ক্লাব ভালো ভাবে নেয়নি।

স্পেনের কাগজে আরও লেখা হয়েছে, ব্রাজিলীয় তারকাকে ফেরানোর ব্যাপারে হতাশ হয়ে পড়লেও বার্সার বোর্ড নেইমারের সঙ্গে ব্যক্তিগত পর্যায়ে নিয়মিত যোগাযোগ রাখছে। একটি পত্রিকায় আবার লেখা হয়েছে, বার্সার স্পোর্টিং ডিরেক্টর এরিক আবিদাল প্যারিসে পৌঁছেছেন পিএসজির সঙ্গে কথা বলতে। তাঁর সঙ্গে নাকি আছেন বার্সার আরেক ব্রাজিলীয় তারকা ফিলিপে কুতিনহোর এজেন্ট কিয়া জোরাবিচিয়ান।

বার্সা নাকি পিএসজিকে নেইমারের জন্য আটশো কোটি ২১ লাখ টাকা পর্যন্ত দিতে রাজি আছে। সঙ্গে তারা পিএসজিকে দিয়ে দেবে কুতিনহো এবং ইভান রাকিতিচকে। সব মিলিয়ে দলবদলের মৌসুমে হঠাৎই আবার ব্রাজিলীয় মহাতারকাকে নিয়ে জল্পনা তুঙ্গে।

এমনও শোনা যাচ্ছে, মেসিও এখন নেইমারকে বার্সায় ফেরাতে আগ্রহী। যদিও মেসিদের এখনকার ম্যানেজার আর্নেস্তো ভালভার্দে পরিষ্কার বলে দিয়েছেন, এ ব্যাপারে তিনি কিছুই জানেন না।


শেয়ার করুন :


আরও পড়ুন

যেমন ছিল মোস্তাফিজের ঈদ উদযাপন

যেমন ছিল মোস্তাফিজের ঈদ উদযাপন

লর্ডস টেস্টে অস্ট্রেলিয়ার দল ঘোষণা, ফিরলেন স্টার্ক

লর্ডস টেস্টে অস্ট্রেলিয়ার দল ঘোষণা, ফিরলেন স্টার্ক

কমনওয়েলথ গেমসে ফিরছে ক্রিকেট, খেলবেন নারীরা

কমনওয়েলথ গেমসে ফিরছে ক্রিকেট, খেলবেন নারীরা

ভারতের সিরিজ জয় নাকি ওয়েস্ট ইন্ডিজের সমতা

ভারতের সিরিজ জয় নাকি ওয়েস্ট ইন্ডিজের সমতা