অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করলো দক্ষিণ আফ্রিকা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:০৬ পিএম, ০৭ মার্চ ২০২০
অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করলো দক্ষিণ আফ্রিকা

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করলো দক্ষিণ আফ্রিকা। শনিবার (৭ মার্চ) সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারিয়েছে প্রোটিয়ারা।

টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। ফলে ব্যাট হাতে প্রথমে মাঠে নেমে নির্ধারিত ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ২৫৪ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। ব্যাট হাতে সেঞ্চুরি করে মার্নাস লাবুশেন।

২৫৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে লাবুশেনের সেঞ্চুরিকে অম্লান করে ৪ উইকেট হারিয়ে ২৭ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা।

প্রথম দুই ম্যাচ হেরে আগেই সিরিজ হেরে হোয়াইটওয়াশ থেকে বাঁচার ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন অধিনায়ক অ্যারন ফিঞ্চ (৪৮ বলে ২২ রান), ডেভিট ওয়ার্নার (৪) ও স্টিভ স্মিথ (২৬ বলে ২০ রান)।

স্মিথ-ওয়ার্নাররা ব্যর্থ হলেও ব্যাট হাতে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন মার্নাস লাবুশেন। ১০৮ বল মোকাবেলা করে ১০৮ রান করেন তিনি। তার এ ইনিংসে মাত্র ৮টি চারের মার রয়েছে। বাকি রান এসেছে সিঙ্গেল বা ডাবল থেকে।

তবে ব্যাট হাতে লাবেশেনের সেঞ্চুরিতে অম্লান করে দেয় দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা। দুই ওপেনার জন্নেমান মালান ও অধিনায়ক কুইন্টন ডি কক বড় ইনিংস খেলতে ব্যর্থ হলেও মিডল অর্ডার ব্যাটসম্যানদের ব্যাটে সহজেই জয় তুলে নেয় প্রোটিয়ারা।

কাইল ভেরাইনি ৫০ বলে ৫০ রান এবং হেইনরিচ ক্লাসেন ৬৩ বলে অপরাজিত ৬৮ রান করেন। এছাড়া সেদিকে ডেভিড মিলার ৫ বলে ৩ রানে অপরাজিত থেকে জয়ে অবদান রাখেন।


শেয়ার করুন :


আরও পড়ুন

এনগিডি-মালানে প্রোটিয়াদের সিরিজ জয়

এনগিডি-মালানে প্রোটিয়াদের সিরিজ জয়

সফরের আগে ভারত পর্যবেক্ষণে দক্ষিণ আফ্রিকা

সফরের আগে ভারত পর্যবেক্ষণে দক্ষিণ আফ্রিকা

ফাফ ডু প্লেসিস এখন শুধু একজন খেলোয়াড়

ফাফ ডু প্লেসিস এখন শুধু একজন খেলোয়াড়

পাকিস্তান সফরে যাচ্ছে না দক্ষিণ আফ্রিকা

পাকিস্তান সফরে যাচ্ছে না দক্ষিণ আফ্রিকা