আজহারের অধিনায়কত্বে হতাশ ওয়াসিম আকরাম

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:২৭ এএম, ১০ আগস্ট ২০২০
আজহারের অধিনায়কত্বে হতাশ ওয়াসিম আকরাম

ম্যানচেস্টারে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টে ইংল্যান্ডকে বাগে পেয়েও হারাতে পারেনি সফরকারী পাকিস্তান। জস বাটলার ও ক্রিস ওকসের বীরত্বে পাকিস্তানকে ৩ উইকেটে হারায় স্বাগতিকরা। ইংলিশদের বিপক্ষে এমন হারে অধিনায়ক আজহার আলীর অধিনায়কত্বে হতাশা প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম।

ম্যানচেস্টারে ইংল্যান্ডকে ২৭৭ রানের লক্ষ্যমাত্রা ছুঁড়ে দেয় পাকিস্তান। যেখানে প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং বিপর্যয়ে পড়ে ইংলিশরা। ১১৭ রানে ৫ উইকেট হারানোর পর বাটলার ও ওকসের ১৩৯ রানের জুটিতে জয় পায় স্বাগতিকরা। ৭৫ রান করে বাটলার আউট হলেও অপরাজিত ৮৪ রান করে ম্যাচ শেষ করে ওকস।

ম্যাচের বেশিরভাগ সময় নিজেদের দখলে রেখেও শেষ মুহূর্তে গিয়ে এমন হার মেনে নিতে পারছেন না ওয়াসিম আকরাম। সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম মনে করেন, অধিনায়ক আজহার আলীর কৌশলগত ভুলের কারণেই ম্যাচটা হেরেছে পাকিস্তান।

তিনি বলেন, ‘খেলায় জয়-পরাজয় আছেই। কিন্তু আমি মনে করি আমাদের অধিনায়ক (আজহার আলী) ম্যাচটিতে বিভিন্ন সময় কৌশলগত ভুল করেছে। এই হারটা পাকিস্তান ক্রিকেট দলের জন্য বড় ধাক্কা। এটি পাকিস্তানের ক্রিকেটমোদী মানুষকেও কষ্ট দিচ্ছে।’

তিনি আরও বলেন, ‘বোলাররা ওকসকে আরামে ব্যাট করার সুযোগ করে দিয়েছে। ওকস আসার পর বোলাররা কোনো শর্ট বল করেনি, কোনো বাউন্সার দেওয়ার চেষ্টাও করেনি। বাটলারের সঙ্গে তার জুটিটা যখন গড়ে উঠছে, তখন বল টার্ন করছিল না। কিছুই ঠিকঠাক মতো হচ্ছিল না। কিন্তু তখন তো ভিন্ন কিছু করা উচিত ছিল। কিন্তু সেটিই হয়নি। দুজন অনেকটা সহজেই পাকিস্তানের কাছ থেকে ম্যাচটা বের করে নিয়ে গেল।’

নাসিম ও শাহীন শাহ আফ্রিদিকে আরও বেশি ওভার বল করা উচিত ছিল বলে মনে করেন তিনি। তিনি বলেন, ‘আমাদের নাসিম ঘণ্টায় ৯০ মাইল ও শাহীন শাহ আফ্রিদি ঘণ্টায় ৮৮ মাইল গতিতে বল করতে পারেন। তাদেরকে আরও বেশি ওভার বল করানো উচিত ছিল। পরিস্থিতি যাই হোক না কেন প্রতি ইনিংসে অন্তত ১৮-২০ ওভার বল করানো উচিত ছিল।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ইংল্যান্ডের দ্বিতীয় টেস্ট দলে রবিনসন

ইংল্যান্ডের দ্বিতীয় টেস্ট দলে রবিনসন

জিম্বাবুয়ে যাওয়া হচ্ছে না আফগানিস্তানের

জিম্বাবুয়ে যাওয়া হচ্ছে না আফগানিস্তানের

সবকিছু নতুন লাগছে টেস্ট অধিনায়কের

সবকিছু নতুন লাগছে টেস্ট অধিনায়কের

ইংল্যান্ড নয়, দেশেই অনুশীলন করবেন সাকিব

ইংল্যান্ড নয়, দেশেই অনুশীলন করবেন সাকিব