প্রথম সেশনে বাংলাদেশের সাফল্য একটি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৪৪ এএম, ১২ ফেব্রুয়ারি ২০২১
প্রথম সেশনে বাংলাদেশের সাফল্য একটি

ছবি : বিসিবি

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। মধ্যাহ্ন-বিরতি পর্যন্ত ২৯ ওভারে ১ উইকেটে ৮৪ রান করেছে ক্যারিবীয়রা।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ব্যাট হাতে উদ্বোধনী জুটিতে ৬৬ রান যোগ করেন ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার অধিনায়ক ক্রেইগ ব্যাথওয়েট ও জন ক্যাম্পবেল। ২১তম ওভারের চতুর্থ বলে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন বাঁ-স্পিনার তাইজুল ইসলাম।

৩৬ রানে থাকা ক্যাম্পবেলকে আউট করেন তাইজুল। ঢাকা টেস্টের প্রথম সেশনে এটিই একমাত্র সাফল্য। জন ক্যাম্পবেলকে এলবিডব্লিউ করেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। ৬৮ বল খেলে ৫টি চার ও ১টি ছক্কায় নিজের ইনিংস সাজান ক্যাম্পবেল। এরপর শায়নে মোসলেকে নিয়ে বিরতিতে যান ব্যাথওয়েট।

দ্বিতীয় ম্যাচে একাদশে তিনটি পরিবর্তন নিয়ে খেলছে বাংলাদেশ। ইনজুরির কারণে ছিটকে গেছেন সাকিব আল হাসান এবং সাদমান ইসলাম। তাদের পরিবর্তে একাদশে যাক পেয়েছে স্যেম্য সরকার এবং মোহাম্মদ মিঠুন। এছাড়া পেসার মোস্তাফিজুরের পরিবর্তে আবু জায়েদ রাহীকে একাদশে নেওয়া হয়েছে।

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে সফরররত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ উইকেটে হেরে যাওয়ায় ১-০ ব্যবদাধে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। ফলে সিরিজ রক্ষায় শেষ ও দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের সামনে জয়ের কোন বিকল্প নেই।

বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাশ, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, আবু জায়েদ চৌধুরি।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ
ক্রেইগ ব্র্যাথওয়েট, জন ক্যাম্পবেল, শেন মোজলি, এনক্রুমা বনার, কাইল মেয়ার্স, জার্মেইন ব্ল্যাকউড, জশুয়া দা সিলভা, রাকিম কর্নওয়াল, আলজারি জোসেফ, জোমেল ওয়ারিক্যান, শ্যানন গ্যাব্রিয়েল।

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

সাগরিকা এবং একজন মমিনুলের বন্ধুত্ব

সাগরিকা এবং একজন মমিনুলের বন্ধুত্ব

চাপ সামলে ইতিবাচক মনোভাবে বিশ্বাসী মমিনুল

চাপ সামলে ইতিবাচক মনোভাবে বিশ্বাসী মমিনুল

সাকিব ছাড়াও বাংলাদেশকে হালকা ভাবছে না উইন্ডিজ

সাকিব ছাড়াও বাংলাদেশকে হালকা ভাবছে না উইন্ডিজ

ঢাকাতেও নিজেদের দায়িত্ব মানছেন মিরাজ

ঢাকাতেও নিজেদের দায়িত্ব মানছেন মিরাজ