ভারতের বিপক্ষে খেলা চ্যালেঞ্জিং : উইলিয়ামসন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৩১ এএম, ১৯ মে ২০২১
ভারতের বিপক্ষে খেলা চ্যালেঞ্জিং : উইলিয়ামসন

এক মাস পর মাঠে গড়াচ্ছে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনাল, যেখানে লড়বে  নিউজিল্যান্ড ও ভারত। উত্তেজনাপূর্ণ এই সিরিজ নিয়ে দারুণ আগ্রহী নিউজিল্যান্ডের অধিনায়ক কেইন উইলিয়ামসন। দুই দলের এই লড়াই 'প্রতিদ্বন্দ্বিতামূলক' হবে বলে মনে করেন তিনি। 

ভারতের বিপক্ষে খেলা সবসময়ই চ্যালেঞ্জের উল্লেখ করে কেন উইলিয়ামসন বলেন,  'আমরা যখন ভারতের বিপক্ষে খেলি তা আসলেই চ্যালেঞ্জিং হয়। তাদের বিপক্ষে মাঠে নামার জন্য মুখিয়ে আছি। ফাইনাল খেলতে পারা দারুণ ব্যাপার, আর ফাইনাল জয়-এর থেকে ভালো আর কিছুই হতে পারেনা।' 

ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশীপের প্রতিটি ম্যাচই বেশ জমজমাট এবং প্রতিদ্বন্দ্বীতা পূর্ণ হয়েছে বলে মনে করেন কেন উইলিয়ামসন। এমন একটি টুর্নামেন্ট আয়োজনের জন্য তিনি আইসিসিকেও ধন্যবাদ জানান। 

কেন উইলিয়ামসন বলেন, 'ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশীপ টুর্নামেন্ট দারুণ প্রতিদ্বন্দ্বীতা পূর্ণ ছিল। প্রতিটি ম্যাচই ছিল খুব প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ যেখান ম্যাচের ফল বের করার জন্য প্রতিটি দলকেই কঠিন লড়াই করতে হয়েছে।' 

এদিকে কিউই পেসার নেইল ওয়াগন্যারের মুখেও ছিল ভারতীয় বোলারদের প্রশংসা। তিনি মনে করেন, কন্ডিশনের পূর্ণ সুবিধা নিতে পারলে ভারতীয় বোলাররাও ভয়ংকর হয়ে উঠতে পারে। 

এ  ব্যাপারে ওয়াগন্যার বলেন, 'ভারতের অনেক মান সম্পন্ন বোলার রয়েছে যারা ইতিমধ্যেই বিশ্বের নানা প্রান্তে নিজেদের প্রমাণ করেছে। মেঘাচ্ছন আবহাওয়াকে কাজে লাগিয়ে তারা যেভাবে সুইং করায় তা সত্যিই দারুণ।' 

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

আইপিএলে বিদেশি খেলোয়াড় বাড়ানোর পক্ষে সঞ্জয়

আইপিএলে বিদেশি খেলোয়াড় বাড়ানোর পক্ষে সঞ্জয়

বাংলাদেশ দলের সামনে 'চ্যালেঞ্জ' হাসারাঙ্গা

বাংলাদেশ দলের সামনে 'চ্যালেঞ্জ' হাসারাঙ্গা

শ্রীলঙ্কা সিরিজ দেখাবে বাংলাদেশের দুই টিভি চ্যানেল

শ্রীলঙ্কা সিরিজ দেখাবে বাংলাদেশের দুই টিভি চ্যানেল

শ্রীলঙ্কা সিরিজে খেলছেন না রুবেল-হাসান মাহমুদ

শ্রীলঙ্কা সিরিজে খেলছেন না রুবেল-হাসান মাহমুদ