নিউজিল্যান্ডকে প্রথম সেশনেই গুটিয়ে দিয়ে ব্যাটে বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:২১ এএম, ০২ জানুয়ারি ২০২২
নিউজিল্যান্ডকে প্রথম সেশনেই গুটিয়ে দিয়ে ব্যাটে বাংলাদেশ

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন শেষে স্বস্তি নিয়ে ফিরেছিল বাংলাদেশ। দ্বিতীয় দিন শুরু থেকেই সেই ধারাবাহিতকতা বজায় রেখে প্রথম সেশনেই নিউজিল্যান্ডকে গুটিতে দিয়েছে টাইগার বোলাররা। বল হাতে দ্বিতীয় দিন জ্বলে ওঠা মেহেদী হাসান মিরাজদের বোলিং চাপে ৩২৮ রানে প্রথম ইনিংস শেষ করেছে নিউজিল্যান্ড।

প্রথম দিন (শুক্রবার) শেষ সেশনে তিন উইকেটে নিয়ে দিনটি নিজেদের করে নিয়ে মাঠ ছেড়েছিল টাইগার দল। প্রথম দিন শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ছিল ৫ উইকেটে ২৫৮ রান। দ্বিতীয় দিনি আরও বেশি দূর যেতে দেননি বোলাররা।

শনিবার (২ জানুয়ারি) দ্বিতীয় দিনের প্রথম ইনিংসে গুটিয়ে যাওয়ার আগে বাকি পাঁচ উইকেটে মাত্র ৭০ রান যোগ করতে পেরেছে। ফলে মাউন্ট মঙ্গানুই টেস্টে প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের সংগ্রহ দাঁড়িয়েছে ৩২৮ রান। টেস্ট ক্রিকেটে দেশের মাটিতে বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের এটাই সর্বনিম্ন স্কোর।

প্রথম দিন ভালো বোলিং করেও কোন উইকেট না পাওয়া মেহেদী হাসান মিরাজ দ্বিতীয় জ্বলে উঠেছিলেন। একে একে শিকার করে নিউজিল্যান্ডের তিন ব্যাটার। মূলত টাইগারদের এ অফ স্পিনারের ঘূর্ণিতে প্রথম সেশনেই গুটিয়ে যায় নিউজিল‍্যান্ড।

মিরাজ ছাড়া প্রথম দিনের দুই উইকেট শিকার করা পেসার শরিফুল ইসলাম দ্বিতীয় দিন আরও একটি উইকেট নেন।

শুধু তাই নয়, সেঞ্চুরিয়ান ডেভন কনওয়েকে ফেরানো মমিনুল হকও দ্বিতীয় দিন আরও একটি উইকেট পেয়েছেন। নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ রান করা নিকোলসের উইকেট নেন তিনি।

স্পোর্টসমেইল২৪/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বোলারদের পারফর্মেন্সে খুশি গিবসন

বোলারদের পারফর্মেন্সে খুশি গিবসন

অভিজ্ঞতায় ভরপুর বিপিএলের ঢাকা ফ্রাঞ্চাইজি

অভিজ্ঞতায় ভরপুর বিপিএলের ঢাকা ফ্রাঞ্চাইজি

সেঞ্চুরি হাঁকানো কনওয়ের লাগাম টানলেন মমিনুল

সেঞ্চুরি হাঁকানো কনওয়ের লাগাম টানলেন মমিনুল

নিউজিল্যান্ডে পেসারদের উপরই ভরসা করতে হবে : আশরাফুল

নিউজিল্যান্ডে পেসারদের উপরই ভরসা করতে হবে : আশরাফুল